ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি
এক সপ্তাহের মধ্যে কাজ শুরুর আশ্বাস জেলা প্রশাসকের

সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৯:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৬২ বার পঠিত

সড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের আশ্বাসে দেড় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

জানা যায়, সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে; দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ; সড়ক প্রশাসনের হয়রানি, মানি না মানবো; প্রশাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন” স্লোগান দেয়।

অবরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “এই দেড় ঘণ্টা অবরোধের কারণে কুষ্টিয়া জেলা প্রশাসক এক প্রকার বাধ্য হয়েছেন ১ সপ্তাহের ভিতরে রাস্তার গর্তগুলো সংস্কার করবে। ২২ তারিখের পর রোড সংস্কারের নিয়ম অনুযায়ী তারা সংস্কার করবে। আগামী ১ সপ্তাহের ভিতরে জেলা প্রশাসন যদি এই কাজগুলো করতে ব্যর্থ হয় তাহলে আগামীদিনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, “আগামী ১ সপ্তাহের মধ্যে রাস্তার গর্তগুলো সংস্কার করা হবে। এবং পরবর্তীতে রাস্তা পুরোপুরি সংস্কার করা হবে। এ সকল বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হবে।”

এদিকে অবরোধ চলাকালে দুই পাশের যানবাহন বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন যাত্রী। এসময় গাড়ি চালকরা বলেন, “এরমকম হুটহাট রাস্তা আটকে দেওয়ায় আমরা ভোগান্তিতে পড়ি। দূরদূরান্তের গাড়ি ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। আমরাও চাই এই সড়ক সংস্কার করা হোক। কিন্তু এই অবরোধের কথা আমাদের আগেই জানিয়ে দিলে আমরা গাড়ি নিয়ে এই সড়কে আসতাম না। ফলে আমাদের ভোগান্তি হতো না।”

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

এক সপ্তাহের মধ্যে কাজ শুরুর আশ্বাস জেলা প্রশাসকের

সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

প্রকাশিত ০৯:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

সড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের আশ্বাসে দেড় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

জানা যায়, সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে; দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ; সড়ক প্রশাসনের হয়রানি, মানি না মানবো; প্রশাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন” স্লোগান দেয়।

অবরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “এই দেড় ঘণ্টা অবরোধের কারণে কুষ্টিয়া জেলা প্রশাসক এক প্রকার বাধ্য হয়েছেন ১ সপ্তাহের ভিতরে রাস্তার গর্তগুলো সংস্কার করবে। ২২ তারিখের পর রোড সংস্কারের নিয়ম অনুযায়ী তারা সংস্কার করবে। আগামী ১ সপ্তাহের ভিতরে জেলা প্রশাসন যদি এই কাজগুলো করতে ব্যর্থ হয় তাহলে আগামীদিনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, “আগামী ১ সপ্তাহের মধ্যে রাস্তার গর্তগুলো সংস্কার করা হবে। এবং পরবর্তীতে রাস্তা পুরোপুরি সংস্কার করা হবে। এ সকল বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হবে।”

এদিকে অবরোধ চলাকালে দুই পাশের যানবাহন বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন যাত্রী। এসময় গাড়ি চালকরা বলেন, “এরমকম হুটহাট রাস্তা আটকে দেওয়ায় আমরা ভোগান্তিতে পড়ি। দূরদূরান্তের গাড়ি ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। আমরাও চাই এই সড়ক সংস্কার করা হোক। কিন্তু এই অবরোধের কথা আমাদের আগেই জানিয়ে দিলে আমরা গাড়ি নিয়ে এই সড়কে আসতাম না। ফলে আমাদের ভোগান্তি হতো না।”