ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

সাজিদ হত্যার বিচারসহ ১৫ দফা বাস্তবায়নের দাবিতে ইবি সংস্কার আন্দোলনের অবস্থান কর্মসূচি

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৯:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৭৭ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার ও ইকসু গঠনের পূর্ণাঙ্গ রোডম্যাপসহ ১৫ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি করে তারা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বছর হলেও মৌলিক কোনো সংস্কার হয়নি। আমরা প্রশাসনকে ১৫টি দাবি দিয়েছি, সেগুলোও বাস্তবায়ন করছে না। আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন এখনো সাজিদ হত্যার বিচার করতে পারেনি। ক্যাম্পাসে বহিরাগত নিষিদ্ধ করলেও শিক্ষার্থীদের আইডি কার্ড দিতে পারেনি। মেডিক্যাল সেন্টারে শিক্ষার্থীরা কোনো সেবা পাচ্ছে না। ফিটনেসবিহীন বাস দিয়ে চলছে পরিবহন সেবা। এখনো বিভিন্ন ফি অ্যানালগ পদ্ধতিতে প্রদান করতে হয়। বিশ্ববিদ্যালয়ের একটি অকেজো ওয়েবসাইট রয়েছে। সেখানে কোনো তথ্য নেই। এসব নিয়ে প্রশাসনের একেকজন একেক কথা বলে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত কার্যকর ব্যবস্থা নিবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যাবো।

সংগঠনটির মুখপাত্র খন্দকার আবু সায়েম বলেন, ইবিতে আন্দোলন ছাড়া কোনো দাবি বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসন ১৫ অক্টোবরের মধ্যে ইকসুর গঠনতন্ত্র দেওয়ার কথা বললেও এখনো তা দিতে পারেনি। আমরা অনেক আগেই ১৫ দফা দিয়েছি কিন্তু তার একটি দাবিও বাস্তবায়ন হয়নি। আমরা চাই প্রশাসন আগামী ৭ কার্যদিবসের মধ্যে ইকসু গঠনে দৃশ্যমান পদক্ষেপ নেবে। কোনো তালবাহানা দেখতে চাই না।

সংগঠনটির সদস্য শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বছরের কাজের উপরে একটি জরিপ করেছি। কিন্তু প্রশাসন সেখানে ফেইল করেছে। শিক্ষার্থীরা তাদের উপরে আস্থা রাখতে পারেনি। আমরা কয়েকমাস আগেই প্রশাসনকে কিছু যৌক্তিক দাবি দিয়েছি। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। সকল দাবি বাস্তবায়ন করে আমরা একটি আধুনিক বিশ্ববিদ্যালয় দেখতে চাই। আমরা চাই প্রশাসন অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের কাতারে আসবে। বিশ্ববিদ্যালয় যতক্ষণ শিক্ষার্থীবান্ধব না হবে আমরা লড়াই চালিয়ে যাবো।

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

সাজিদ হত্যার বিচারসহ ১৫ দফা বাস্তবায়নের দাবিতে ইবি সংস্কার আন্দোলনের অবস্থান কর্মসূচি

প্রকাশিত ০৯:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার ও ইকসু গঠনের পূর্ণাঙ্গ রোডম্যাপসহ ১৫ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি করে তারা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বছর হলেও মৌলিক কোনো সংস্কার হয়নি। আমরা প্রশাসনকে ১৫টি দাবি দিয়েছি, সেগুলোও বাস্তবায়ন করছে না। আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন এখনো সাজিদ হত্যার বিচার করতে পারেনি। ক্যাম্পাসে বহিরাগত নিষিদ্ধ করলেও শিক্ষার্থীদের আইডি কার্ড দিতে পারেনি। মেডিক্যাল সেন্টারে শিক্ষার্থীরা কোনো সেবা পাচ্ছে না। ফিটনেসবিহীন বাস দিয়ে চলছে পরিবহন সেবা। এখনো বিভিন্ন ফি অ্যানালগ পদ্ধতিতে প্রদান করতে হয়। বিশ্ববিদ্যালয়ের একটি অকেজো ওয়েবসাইট রয়েছে। সেখানে কোনো তথ্য নেই। এসব নিয়ে প্রশাসনের একেকজন একেক কথা বলে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত কার্যকর ব্যবস্থা নিবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যাবো।

সংগঠনটির মুখপাত্র খন্দকার আবু সায়েম বলেন, ইবিতে আন্দোলন ছাড়া কোনো দাবি বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসন ১৫ অক্টোবরের মধ্যে ইকসুর গঠনতন্ত্র দেওয়ার কথা বললেও এখনো তা দিতে পারেনি। আমরা অনেক আগেই ১৫ দফা দিয়েছি কিন্তু তার একটি দাবিও বাস্তবায়ন হয়নি। আমরা চাই প্রশাসন আগামী ৭ কার্যদিবসের মধ্যে ইকসু গঠনে দৃশ্যমান পদক্ষেপ নেবে। কোনো তালবাহানা দেখতে চাই না।

সংগঠনটির সদস্য শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বছরের কাজের উপরে একটি জরিপ করেছি। কিন্তু প্রশাসন সেখানে ফেইল করেছে। শিক্ষার্থীরা তাদের উপরে আস্থা রাখতে পারেনি। আমরা কয়েকমাস আগেই প্রশাসনকে কিছু যৌক্তিক দাবি দিয়েছি। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। সকল দাবি বাস্তবায়ন করে আমরা একটি আধুনিক বিশ্ববিদ্যালয় দেখতে চাই। আমরা চাই প্রশাসন অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের কাতারে আসবে। বিশ্ববিদ্যালয় যতক্ষণ শিক্ষার্থীবান্ধব না হবে আমরা লড়াই চালিয়ে যাবো।