ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

হাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫ (HSTU International Model United Nations Conference 2025)।

হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার (HSTU MUNA) উদ্যোগে আয়োজিত এ সম্মেলন তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ, কূটনৈতিক দক্ষতা, গবেষণা ও নৈতিক মূল্যবোধ চর্চার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার (১৯ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে সম্মেলনের সেক্রেটারি জেনারেল ফাহিম আল মাহমুদ বলেন, আমাদের এবারের সম্মেলন young generation-এর leadership practice-এর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই আয়োজন তরুণদের মাঝে ঐক্য, সাহস ও মানবিক চেতনা জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

তিনি আরও বলেন, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য অনুপ্রাণিত হয়েছে ১৮৫৫ সালের ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ থেকে, যা উপমহাদেশের প্রথম বৃহৎ আদিবাসী গণআন্দোলন।
সাঁওতালদের সাহস ও ন্যায়ের লড়াই আমাদের শেখায়, নিপীড়িত জনগণও ঐক্য, ধৈর্য ও চেতনার মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে।

এই সম্মেলনে জাতিসংঘ ও বৈশ্বিক কূটনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করার জন্য নয়টি ভিন্নধর্মী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিগুলো হলো — United Nations Security Council (UNSC), Disarmament and International Security Committee (DISEC), United Nations Human Rights Council (UNHRC), United Nations Commission on the Status of Women (UNCSW), United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO), International Press (IP), Bangladesh Planning Commission (BPC), Bengal Legislative Assembly 1947 (BLA), Shanghai Cooperation Organization (SCO)

এর মধ্যে BLA ও SCO কমিটি এ বছর প্রথমবারের মতো যুক্ত হয়েছে। বিশেষভাবে SCO কমিটিতে Double Delegation পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, যা হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সম্মেলনের ইতিহাসে নতুন সংযোজন।

সম্মেলনে দেশের ৪০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ও শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় ৭০ জন সেক্রেটারিয়েট সদস্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।

ফাহিম আল মাহমুদ জানান, এই সম্মেলন তরুণদের কূটনীতি, সমঝোতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হবে। আমরা আশা করি, অংশগ্রহণকারীরা এখান থেকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধের চর্চায় অনুপ্রাণিত হবেন।

উল্লেখ্য, হাবিপ্রবি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন (HSTU IMUN) প্রতিবছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

এটি তরুণ প্রজন্মের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, নীতি-নির্ধারণ ও নেতৃত্ব বিকাশের জন্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ MUN প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

হাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

প্রকাশিত ০৯:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫ (HSTU International Model United Nations Conference 2025)।

হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার (HSTU MUNA) উদ্যোগে আয়োজিত এ সম্মেলন তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ, কূটনৈতিক দক্ষতা, গবেষণা ও নৈতিক মূল্যবোধ চর্চার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার (১৯ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে সম্মেলনের সেক্রেটারি জেনারেল ফাহিম আল মাহমুদ বলেন, আমাদের এবারের সম্মেলন young generation-এর leadership practice-এর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই আয়োজন তরুণদের মাঝে ঐক্য, সাহস ও মানবিক চেতনা জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

তিনি আরও বলেন, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য অনুপ্রাণিত হয়েছে ১৮৫৫ সালের ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ থেকে, যা উপমহাদেশের প্রথম বৃহৎ আদিবাসী গণআন্দোলন।
সাঁওতালদের সাহস ও ন্যায়ের লড়াই আমাদের শেখায়, নিপীড়িত জনগণও ঐক্য, ধৈর্য ও চেতনার মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে।

এই সম্মেলনে জাতিসংঘ ও বৈশ্বিক কূটনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করার জন্য নয়টি ভিন্নধর্মী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিগুলো হলো — United Nations Security Council (UNSC), Disarmament and International Security Committee (DISEC), United Nations Human Rights Council (UNHRC), United Nations Commission on the Status of Women (UNCSW), United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO), International Press (IP), Bangladesh Planning Commission (BPC), Bengal Legislative Assembly 1947 (BLA), Shanghai Cooperation Organization (SCO)

এর মধ্যে BLA ও SCO কমিটি এ বছর প্রথমবারের মতো যুক্ত হয়েছে। বিশেষভাবে SCO কমিটিতে Double Delegation পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, যা হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সম্মেলনের ইতিহাসে নতুন সংযোজন।

সম্মেলনে দেশের ৪০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ও শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় ৭০ জন সেক্রেটারিয়েট সদস্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।

ফাহিম আল মাহমুদ জানান, এই সম্মেলন তরুণদের কূটনীতি, সমঝোতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হবে। আমরা আশা করি, অংশগ্রহণকারীরা এখান থেকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধের চর্চায় অনুপ্রাণিত হবেন।

উল্লেখ্য, হাবিপ্রবি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন (HSTU IMUN) প্রতিবছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

এটি তরুণ প্রজন্মের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, নীতি-নির্ধারণ ও নেতৃত্ব বিকাশের জন্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ MUN প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।