হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সেন্ট্রাল মসজিদে ধর্মহীন প্রজন্মের উত্থান: কারণ, বাস্তবতা ও প্রতিকার শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ৪টা ৩০ মিনিটে হাবিপ্রবি মুসলিম শিক্ষার্থী বন্ধুমহলের আয়োজনে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়েখ হারুন ইযহার হাফিযাহুল্লাহ।
তিনি তাঁর বক্তব্যে ইউরোপের খ্রিস্টান সমাজে ধর্মহীনতার উত্থান, তাদের সাংস্কৃতিক বিপর্যয় এবং পরবর্তীকালে সমাজে ঘটে যাওয়া বিপ্লবের কারণ বিশ্লেষণ করেন।
তিনি বলেন, যে সমাজ আল্লাহর দিকনির্দেশনা থেকে বিচ্যুত হয়, সেখানে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধীরে ধীরে বিলীন হয়ে যায়। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইসলাম কীভাবে জীবন পরিচালনায় সঠিক দিকনির্দেশনা দিতে পারে, তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন।
বক্তব্যে শায়েখ হারুন শিক্ষার্থীদের আহ্বান জানান— ইসলামের আলোকে বিজ্ঞান ও আধুনিক সমাজব্যবস্থার সঙ্গে নিজেদের জীবনকে সামঞ্জস্যপূর্ণভাবে গড়ে তোলার জন্য।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং তারা মনোযোগসহকারে বক্তার বক্তব্য শ্রবণ করেন।
















