বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও জায়গা করে নিয়েছেন ফিফপ্রো ওয়ার্ল্ড ১১–এর বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়। সোমবার (২৭ অক্টোবর) পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো প্রকাশ করেছে ২০২৪–২৫ মৌসুমের সেরা ২৬ জন ফুটবলারের নাম।
মেসি–রোনালদোর পাশাপাশি তালিকায় রয়েছেন বর্তমান সময়ের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল ও সদ্য ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে। গতবারের ফিফপ্রো বিজয়ী জুড বেলিংহামও টিকিয়ে রেখেছেন নিজের স্থান।
ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে রেকর্ড ১৭তম বার ফিফপ্রো দলে জায়গা করে নিয়েছেন মেসি। অন্যদিকে সৌদি ক্লাব আল-নাসরের তারকা রোনালদো আছেন ১৫তম বারের মতো। তালিকায় এ দুজনই সবচেয়ে অভিজ্ঞ ও প্রবীণ খেলোয়াড়—মেসির বয়স ৩৮, রোনালদোর ৪১ হতে যাচ্ছে শিগগিরই।
নির্বাচনের জন্য নির্ধারিত সময়সীমা ছিল ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ২০২৫ সালের ৩ আগস্ট পর্যন্ত। এই সময়ে ইন্টার মায়ামির হয়ে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছেন মেসি এবং দেশকে তুলেছেন ২০২৬ বিশ্বকাপে। অন্যদিকে, রোনালদো আল-নাসরের হয়ে ৪১ ম্যাচে ৩৫ গোল করে পর্তুগালকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন।
২০২৫ ফিফপ্রো ওয়ার্ল্ড ১১-এর চূড়ান্ত মনোনীতদের তালিকা:
গোলরক্ষক
অ্যালিসন বেকার (লিভারপুল, ব্রাজিল)
থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম)
জিয়ানলুইজি দোন্নারুমা (ম্যানচেস্টার সিটি, ইতালি)
ডিফেন্ডার
ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)
পাও কুবারসি (বার্সেলোনা, স্পেন)
ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
আশরাফ হাকিমি (প্যারিস সেইন্ট জার্মেইন, মরক্কো)
মারকুইনহোস (প্যারিস সেইন্ট জার্মেইন, ব্রাজিল)
নুনো মেন্দেস (প্যারিস সেইন্ট জার্মেইন, পর্তুগাল)
উইলিয়াম সালিবা (আর্সেনাল, ফ্রান্স)
মিডফিল্ড
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)
কেভিন ডি ব্রুইনে (নাপোলি, বেলজিয়াম)
লুকা মদ্রিচ (এসি মিলান, ক্রোয়েশিয়া)
জোয়াও নেভেস (প্যারিস সেইন্ট জার্মেইন, পর্তুগাল)
কোল পামার (চেলসি, ইংল্যান্ড)
পেদ্রি (বার্সেলোনা, স্পেন)
ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ, উরুগুয়ে)
ভিতিনহা (প্যারিস সেইন্ট জার্মেইন, পর্তুগাল)
ফরোয়ার্ড
উসমান দেম্বেলে (প্যারিস সেইন্ট জার্মেইন, ফ্রান্স)
আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে)
কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)
লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা)
রাফিনিয়া (বার্সেলোনা, ব্রাজিল)
ক্রিশ্চিয়ানো রোনালদো (আল-নাসর, পর্তুগাল)
মোহাম্মদ সালাহ (লিভারপুল, মিশর)
লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)






















