জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটির সভাপতি হিসেবে মাইক্রোবায়োলজি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী আল রাফি আহমেদ রাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের একই ব্যাচের সোহাগ আহমেদকে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) সন্ধ্যায় সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে সাংস্কৃতিক সন্ধ্যা ও কমিটি হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে সাবেক সভাপতি রেহান ইসলাম ও সাধারণ সম্পাদক পরাগ নব-নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. এম আব্দুর রব, প্রক্টর এ. কে. এম. রাশিদুল ইসলাম, জাকসু ভিপি আব্দুর রশীদ জিতু, জাকসু জিএস মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জিসান, পরিবহন সম্পাদক তানভির, সদস্য আবু তালহাসহ জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও সাবেক নেতৃবৃন্দ।
সদ্য নির্বাচিত সভাপতি আল রাফি আহমেদ রাজু বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের, আবার একইসাথে এটি একটি বড় দায়িত্বও। আমাদের সিনিয়র ভাইরা যে ভালোবাসা, ঐক্য ও সহযোগিতার বন্ধন তৈরি করে গেছেন আমরা সেটিকে আরও শক্তিশালী করতে চাই। আপনারা নতুন কমিটির পাশে থাকবেন।
সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ বলেন, আমি খুবই আনন্দিত সেই সাথে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার জন্য গর্বের৷ আমি আমার সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে অঙ্গীকারবদ্ধ, সামনে প্রোগ্রাম গুলো আরো সুন্দর, সুশৃঙ্খল ও বৃহত্তর পরিসরে করার চেষ্টা করব।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৫০ ব্যাচের আবু তালহা, আসিফুল ইসলাম নিশাত ই. এইচ. ইমন, সোহেল রানা, মিশু এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এন.ডি আল মামুন, হিমালয়, আসাদুজ্জামান রাহী, আসমা।
সাংগঠনিক সম্পাদক হিসেবে ৫১ ব্যাচের আবু হানিফ আলিফ, জান্নাতুল মাওয়া, শামিমা ইয়াসমিন শিমু, আলিফ, সজিব, সুমাইয়া, প্রভা, জয়শ্রী, রাশেদ ও ইউসুফ দায়িত্ব পেয়েছেন।
সমিতির কোষাধ্যক্ষ পদে ৫১ ব্যাচের সিফায়েত হোসেন মারুফ, দপ্তর সম্পাদকে মোঃ রোজ হক, উপ-দপ্তর সম্পাদকে ইবনে আসিফ তাসিন। সাংস্কৃতিক সম্পাদক পদে ৫২ ব্যাচের মাইশা, সহ-সাংস্কৃতিক সম্পাদকে সাগরী, প্রচার সম্পাদকে জুনায়েদ ইসলাম, উপ-প্রচার সম্পাদকে ফাহিম ইসলাম, ক্রীড়া সম্পাদকে মাশকুরুল ইসলাম ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদকে জামিকে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে ৫৩তম আবর্তনের শিক্ষার্থীরা দায়িত্ব দেয়া হয়েছে।
















