ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

সুদানে চলমান গণহত্যার প্রতিবাদে জাবি ছাত্রশক্তির অবস্থান কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুদানে চলমান গণহত্যা ও জাতিগত নিধনের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখা।

রবিবার (২ নভেম্বর) বিকাল সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা সুদানের চলমান পরিস্থিতিকে ফিলিস্তিনের গাজার সঙ্গে তুলনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার তীব্র সমালোচনা করেন। কাজী কাজী মেহরাব তূর্যের সঞ্চলনায় বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্রশক্তি, জাবি শাখার যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আয়ান বলেন, আমরা মনে করছি, সুদানকে ফিলিস্তিনের গাজায় পরিণত করার চক্রান্ত চলছে। বিশ্ব মানবতা যেভাবে গাজাবাসীর পক্ষে কথা বলে, কিন্তু আফ্রিকার দেশ হওয়ায় আমরা সুদানের মানুষদের পক্ষে কথা বলছি না। আজকে বিশ্ব মিডিয়া, জাতিসংঘ এবং ওআইসি (OIC) নিরব। ফলশ্রুতিতে আরব আমিরাতের (UAE) ফান্ডিংয়ে সেখানে নির্বিচারে মানুষ মারা হচ্ছে।

ছাত্রশক্তির মানববন্ধনে সংহতি জানিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, সুদানে দুটি আধা সামরিক দল এবং সরকারি সেনাবাহিনী ক্ষমতার লোভে গণহত্যা চালাচ্ছে। তাদের লক্ষ্য সাধারণ নিরীহ মানুষ, যাদের হাতে কোনো অস্ত্র নেই। এর পিছনে বিশ্বমোড়ল আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ এবং ইউএই (UAE) মদদ দিচ্ছে। তাদের মূল লক্ষ্য আসলে সেই দেশের মানুষ নয়, সেখানকার ভূমি ও সম্পদ- যেমন স্বর্ণ চোরাচালান ও বন্দর দখলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ফুলেফেঁপে তোলা।

তিনি আরও অভিযোগ করে বলেন,  এই সম্পদ ও ব্যবসায়িক লাভের কারণে তারা হাজার হাজার মানুষকে হত্যা করে, শিশুদেরকে মেরেও এবং নারীদের ধর্ষণ করেও কোনো অনুশোচনা বোধ করে না। তিনি এই ধরনের গণহত্যায় মদদদাতাদের বয়কট করার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে সমাপনী বক্তব্যে জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ধর্ম, জাতি, বর্ণ ভেদে মানুষ মানুষকে হত্যা করছে- এমন এক মুহূর্তে আমরা সুদানের গণহত্যার প্রতিবাদে দাঁড়িয়েছি। বিশ্বশক্তিগুলো একদম নীরব ভূমিকা পালন করছে। আমরা বলতে চাই, এই গণহত্যার সঙ্গে যারা জড়িত, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

বিশ্ব মিডিয়া ও মানবাধিকার সংস্থাগুলোর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, মানবাধিকারের সংজ্ঞা কি শুধু মুখে মুখেই? আমরা দেশবাসী ও বিশ্ববাসীকে আহ্বান জানাই, আপনারা সকলে সুদানের গণহত্যার প্রতিবাদ জানান। আমরা আজকের মানববন্ধন থেকে একটাই বার্তা দিতে চাই যে, সুদানের গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে এবং হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুদানে গণহত্যার চিত্র ভাইরাল হলেও, এই বিষয়ে বিশ্বব্যাপী তেমন কোনো আলোচনা লক্ষ্য করা যায়নি।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

সুদানে চলমান গণহত্যার প্রতিবাদে জাবি ছাত্রশক্তির অবস্থান কর্মসূচি

প্রকাশিত ১১:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুদানে চলমান গণহত্যা ও জাতিগত নিধনের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখা।

রবিবার (২ নভেম্বর) বিকাল সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা সুদানের চলমান পরিস্থিতিকে ফিলিস্তিনের গাজার সঙ্গে তুলনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার তীব্র সমালোচনা করেন। কাজী কাজী মেহরাব তূর্যের সঞ্চলনায় বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্রশক্তি, জাবি শাখার যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আয়ান বলেন, আমরা মনে করছি, সুদানকে ফিলিস্তিনের গাজায় পরিণত করার চক্রান্ত চলছে। বিশ্ব মানবতা যেভাবে গাজাবাসীর পক্ষে কথা বলে, কিন্তু আফ্রিকার দেশ হওয়ায় আমরা সুদানের মানুষদের পক্ষে কথা বলছি না। আজকে বিশ্ব মিডিয়া, জাতিসংঘ এবং ওআইসি (OIC) নিরব। ফলশ্রুতিতে আরব আমিরাতের (UAE) ফান্ডিংয়ে সেখানে নির্বিচারে মানুষ মারা হচ্ছে।

ছাত্রশক্তির মানববন্ধনে সংহতি জানিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, সুদানে দুটি আধা সামরিক দল এবং সরকারি সেনাবাহিনী ক্ষমতার লোভে গণহত্যা চালাচ্ছে। তাদের লক্ষ্য সাধারণ নিরীহ মানুষ, যাদের হাতে কোনো অস্ত্র নেই। এর পিছনে বিশ্বমোড়ল আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ এবং ইউএই (UAE) মদদ দিচ্ছে। তাদের মূল লক্ষ্য আসলে সেই দেশের মানুষ নয়, সেখানকার ভূমি ও সম্পদ- যেমন স্বর্ণ চোরাচালান ও বন্দর দখলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ফুলেফেঁপে তোলা।

তিনি আরও অভিযোগ করে বলেন,  এই সম্পদ ও ব্যবসায়িক লাভের কারণে তারা হাজার হাজার মানুষকে হত্যা করে, শিশুদেরকে মেরেও এবং নারীদের ধর্ষণ করেও কোনো অনুশোচনা বোধ করে না। তিনি এই ধরনের গণহত্যায় মদদদাতাদের বয়কট করার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে সমাপনী বক্তব্যে জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ধর্ম, জাতি, বর্ণ ভেদে মানুষ মানুষকে হত্যা করছে- এমন এক মুহূর্তে আমরা সুদানের গণহত্যার প্রতিবাদে দাঁড়িয়েছি। বিশ্বশক্তিগুলো একদম নীরব ভূমিকা পালন করছে। আমরা বলতে চাই, এই গণহত্যার সঙ্গে যারা জড়িত, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

বিশ্ব মিডিয়া ও মানবাধিকার সংস্থাগুলোর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, মানবাধিকারের সংজ্ঞা কি শুধু মুখে মুখেই? আমরা দেশবাসী ও বিশ্ববাসীকে আহ্বান জানাই, আপনারা সকলে সুদানের গণহত্যার প্রতিবাদ জানান। আমরা আজকের মানববন্ধন থেকে একটাই বার্তা দিতে চাই যে, সুদানের গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে এবং হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুদানে গণহত্যার চিত্র ভাইরাল হলেও, এই বিষয়ে বিশ্বব্যাপী তেমন কোনো আলোচনা লক্ষ্য করা যায়নি।