ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মনপুরা লেকে অতিথি পাখির আগমন ও বিচরণের উপযোগী পরিবেশ তৈরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল থেকে লেক ও তৎসংলগ্ন এলাকায় সংস্কারকাজ শুরু হয়।

সরেজমিন ঘুরে দেখা যায়, ভেকু মেশিন দিয়ে লেকের পাড় ও তলদেশ পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে লেকে রাখা হয়েছে টোপাপানা এবং পাখির বসার জন্য পর্যাপ্ত মাঁচা।

লেক সংস্কার শেষ হলে এটি পাখির জন্য আরও অনুকূল পরিবেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)–এর নেতারা।

পাখির নির্বিঘ্ন বিচরণ নিশ্চিত করতে লেকের সামনের অংশে সতর্কীকরণ ব্যানার টানানো হয়েছে। একই সঙ্গে মনপুরায় বহিরাগতদের আড্ডা নিয়ন্ত্রণে নিরাপত্তা শাখা থেকে নিয়মিত তদারকি চলছে বলে জাকসু নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।

জাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে যেন পাখি আসার মৌসুমে মনপুরায় চড়ুইভাতি বা অন্য কোনো আয়োজনে যেন উচ্চশব্দের সাউন্ড বক্স ব্যবহার না করা হয়।

সংস্কার কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)–এর সহ–সাধারণ সম্পাদক (এজিএস) আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক মোঃ সাফায়েত মীর, কার্যকরী সদস্য ফাবলিহা জাহান এবং মওলানা ভাসানী হলের এজিএস রাকিব হাসান।

সংস্কারকাজ পরিদর্শন শেষে জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক মোঃ সাফায়েত মীর বলেন, “অতিথি পাখির আগমনের আগেই মনপুরা লেককে তাদের উপযোগী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, পাখিরা যেন নির্বিঘ্নে এখানে বিচরণ করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্যের ধারা সমুন্নত থাকে।”

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু

প্রকাশিত ১২:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মনপুরা লেকে অতিথি পাখির আগমন ও বিচরণের উপযোগী পরিবেশ তৈরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল থেকে লেক ও তৎসংলগ্ন এলাকায় সংস্কারকাজ শুরু হয়।

সরেজমিন ঘুরে দেখা যায়, ভেকু মেশিন দিয়ে লেকের পাড় ও তলদেশ পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে লেকে রাখা হয়েছে টোপাপানা এবং পাখির বসার জন্য পর্যাপ্ত মাঁচা।

লেক সংস্কার শেষ হলে এটি পাখির জন্য আরও অনুকূল পরিবেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)–এর নেতারা।

পাখির নির্বিঘ্ন বিচরণ নিশ্চিত করতে লেকের সামনের অংশে সতর্কীকরণ ব্যানার টানানো হয়েছে। একই সঙ্গে মনপুরায় বহিরাগতদের আড্ডা নিয়ন্ত্রণে নিরাপত্তা শাখা থেকে নিয়মিত তদারকি চলছে বলে জাকসু নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।

জাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে যেন পাখি আসার মৌসুমে মনপুরায় চড়ুইভাতি বা অন্য কোনো আয়োজনে যেন উচ্চশব্দের সাউন্ড বক্স ব্যবহার না করা হয়।

সংস্কার কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)–এর সহ–সাধারণ সম্পাদক (এজিএস) আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক মোঃ সাফায়েত মীর, কার্যকরী সদস্য ফাবলিহা জাহান এবং মওলানা ভাসানী হলের এজিএস রাকিব হাসান।

সংস্কারকাজ পরিদর্শন শেষে জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক মোঃ সাফায়েত মীর বলেন, “অতিথি পাখির আগমনের আগেই মনপুরা লেককে তাদের উপযোগী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, পাখিরা যেন নির্বিঘ্নে এখানে বিচরণ করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্যের ধারা সমুন্নত থাকে।”