বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে আজ রবিবার সিলেটে আয়োজন করা হয় ট্রফি উন্মোচন অনুষ্ঠান। দেড় শতাধিক বছরের ঐতিহ্যবাহী আলী আমজাদ ঘড়িঘর–এর সামনে অনুষ্ঠিত এ আয়োজনে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত এবং আয়ারল্যান্ডের এন্ড্রু বালবার্নি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিসিবির কর্মকর্তারা জানান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে ট্রফি উন্মোচনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ক্রিকেটের মাধ্যমে পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করা যায়। এর আগেও ঢাকার লালবাগ কেল্লা ও সিলেটের চা বাগানে এমন আয়োজন করা হয়েছিল।
১৮৭৪ সালে পৃত্থিমপাশার জমিদার নবাব আলী আহমদ খাঁ সুরমা নদীর তীরে এই ঘড়িঘর নির্মাণ করেন। পরবর্তীতে তাঁর ছেলে আলী আমজদের নামে নামকরণ করা হয় স্থাপনাটির।
২৬ ফুট উঁচু এবং ৮ ফুট ১০ ইঞ্চি প্রস্থের এই ঘড়িঘর সিলেটের ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর একাধিকবার মেরামত করা হয়, সর্বশেষ ২০২১ সালে পুরনো কাঠামো অক্ষুণ্ণ রেখে ঘড়িঘরটি নতুনভাবে পুনর্নির্মাণ করা হয়।
ঘড়িঘরের সামনে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে সিলেটের ঐতিহাসিক স্থানের সঙ্গে ক্রিকেটের সংযোগ স্থাপন হলো, যা স্থানীয় পর্যটনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর, ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

























