সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরে রাত ১০ টার পর সকল ধরনের অনুষ্ঠান নিষিদ্ধের ঘোষণায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি ও জিএস।
ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনে অনুষ্ঠান নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০:০০টার পর যে কোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো।
রাত ১০:০০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি/রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এছাড়া সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে স্বাভাবিক সময়ে অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিশ্ববিদ্যালয়ের দেওয়া বিজ্ঞপ্তির সাথে একমত নয় এমন মন্তব্য করে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে লেখেন ‘রাত ১০টার মধ্যে অনুষ্ঠান সমাপ্তির আইন পাসের সঙ্গে আমি একমত নই।’
তিনি আরও লেখেন, বরং, অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রণে রাখা, মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের সুযোগ বিবেচনা করে অনুষ্ঠান আয়োজনের সময়সীমা কমপক্ষে রাত ১২:০০টা পর্যন্ত নির্ধারণ করা উচিত।’
অন্যদিকে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে লেখেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর ক্যাম্পাসে কোনো অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ। রাত ১০টার পর অনুষ্ঠান চললে প্রচলিত বিধি ও রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানের শব্দের মাত্রা সহনীয় রাখতে হবে। সবার সহযোগিতা কাম্য।




















