নোয়াখালীর সুবর্ণচরে FAF Scholarship Foundation বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে ৮৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টা থেকে মোট তিনটি কেন্দ্র (শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়,চর মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন, প্রধান শফিকুল সাজুর সার্বিক তত্ত্বাবধানে পুরো পরীক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির, অসীম কুমার ও স্বদেশ কুমার নাথ।
সহকারী কেন্দ্র সচিব ছিলেন,হাফিজ আহমেদ, নাহিদ সুলতানা ও নিজাম উদ্দিন।
কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন
সাইদুর রহমান শুভীন, রোমানা আক্তার, মহিবউল্লাহ মহিব, জিয়াউর রহমান, সাইফুল ইসলাম সোহাগ, হারুনুর রশিদ, কামরুল ইসলাম এবং আরিফ হোসেন।
উল্লেখ্য, FAF Scholarship Foundation প্রতিষ্ঠিত হয় ১৯ অক্টোবর ২০২৪। প্রতিষ্ঠার পর প্রথম কার্যক্রম হিসেবে তিনটি প্রতিষ্ঠান:
১. চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়
২. চর জিয়াউদ্দিন উচ্চ বিদ্যালয়
৩. জুবিলী হাবিবউল্লাহ মিয়ার হাট বালিকা উচ্চ বিদ্যালয়
এই সংগঠনটি এলাকার শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও বিস্তৃত সুযোগ সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেছে।




















