ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo ব্যাডমিন্টন প্রতিভার খোঁজে ব্যাডমিন্টন বাংলাদেশ Logo ওসমান হাদীকে জঙ্গি বললেন যবিপ্রবির ছাত্রলীগ নেতা Logo ‘হাদী খাইছে, তোরও খাওয়ার সময় এসে গেছে’, আসিফকে ইবি ছাত্রলীগ নেতার হুমকি Logo ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ Logo ‘গুলিবিদ্ধ হাদী ভাই, ঘরে থাকার সময় নাই’ শ্লোগানে উত্তাল ইবি Logo ওসমান হাদীর হত্যাচেষ্টায় জবির নারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ Logo ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ Logo দেশে নতুন মাদক এমডিএমবি জব্দ, চক্রের হোতাসহ গ্রেপ্তার ৪ Logo জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সন্তোষ প্রকাশ

ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে যবিপ্রবির ৯৩ মেধাবী শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৩১ বার পঠিত

প্রথমবারের মতো ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মেধাবী শিক্ষার্থীদের আল-খাওয়ারিজমি একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোট ৯৩ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়।

গত বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে কাওয়ালী সন্ধ্যা ও পুঁথি পাঠ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

পাশাপাশি ইসলামিক কালচারাল সোসাইটির নবীন বরণ, অনলাইনে আয়োজিত সীরাত কুইজ ও সীরাত কার্নিভালের বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। কাওয়ালী সন্ধ্যা ও পুঁথিপাঠ সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পীগোষ্ঠী হিসেবে সংগীত পরিবেশন করেন যশোর সাংস্কৃতিক সংসদ, অদম্য সাংস্কৃতিক সংসদ, তরঙ্গ শিল্পীগোষ্ঠী ও ব্যতিক্রম সাংস্কৃতিক সংসদ।

ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী মো: আশিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের গবেষণামুখী ও বিজ্ঞানমনস্ক করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে ক্লাবটি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিভাগীয় তিনজন সেরা ফলাফল কারীদের পুরস্কৃত করছেন ক্লাবটি। এতে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরো মনোযোগী হবে।

ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জালিস মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে সংস্কৃতির ধারণাকে বিকৃত ও সীমাবদ্ধভাবে দেখানোর ফলে ‘কালচার’ শব্দটি সাধারণ মানুষের কাছে ভুল অর্থে ব্যবহৃত হয়ে আসছে। এই অনুষ্ঠান সেই ভুল ধারণা ভাঙতে এবং ইসলামী সভ্যতার সৌন্দর্যকে সামনে আনতে একটি ব্যতিক্রমী উদ্যোগ হয়েছে বলে মনে করি। আমরা প্রথমবারের মতো ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রতিটি বিভাগের শীর্ষ তিন শিক্ষার্থীকে ‘আল-খাওয়ারিজমি একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করেছি। যাতে শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার প্রতি উদ্বুদ্ধ হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, ভারপ্রাপ্ত প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি. , পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

জনপ্রিয়

ব্যাডমিন্টন প্রতিভার খোঁজে ব্যাডমিন্টন বাংলাদেশ

ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে যবিপ্রবির ৯৩ মেধাবী শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান

প্রকাশিত ১১:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

প্রথমবারের মতো ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মেধাবী শিক্ষার্থীদের আল-খাওয়ারিজমি একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোট ৯৩ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়।

গত বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে কাওয়ালী সন্ধ্যা ও পুঁথি পাঠ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

পাশাপাশি ইসলামিক কালচারাল সোসাইটির নবীন বরণ, অনলাইনে আয়োজিত সীরাত কুইজ ও সীরাত কার্নিভালের বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। কাওয়ালী সন্ধ্যা ও পুঁথিপাঠ সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পীগোষ্ঠী হিসেবে সংগীত পরিবেশন করেন যশোর সাংস্কৃতিক সংসদ, অদম্য সাংস্কৃতিক সংসদ, তরঙ্গ শিল্পীগোষ্ঠী ও ব্যতিক্রম সাংস্কৃতিক সংসদ।

ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী মো: আশিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের গবেষণামুখী ও বিজ্ঞানমনস্ক করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে ক্লাবটি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিভাগীয় তিনজন সেরা ফলাফল কারীদের পুরস্কৃত করছেন ক্লাবটি। এতে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরো মনোযোগী হবে।

ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জালিস মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে সংস্কৃতির ধারণাকে বিকৃত ও সীমাবদ্ধভাবে দেখানোর ফলে ‘কালচার’ শব্দটি সাধারণ মানুষের কাছে ভুল অর্থে ব্যবহৃত হয়ে আসছে। এই অনুষ্ঠান সেই ভুল ধারণা ভাঙতে এবং ইসলামী সভ্যতার সৌন্দর্যকে সামনে আনতে একটি ব্যতিক্রমী উদ্যোগ হয়েছে বলে মনে করি। আমরা প্রথমবারের মতো ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রতিটি বিভাগের শীর্ষ তিন শিক্ষার্থীকে ‘আল-খাওয়ারিজমি একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করেছি। যাতে শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার প্রতি উদ্বুদ্ধ হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, ভারপ্রাপ্ত প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি. , পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।