ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo কড়াইলে নিরাপদ পানির ব্যবস্থা করল আনসার-ভিডিপি Logo আইজিপির সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং উন্নয়নে জাবিতে কর্মশালা অনুষ্ঠিত Logo জাবিতে টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি আল আমিন, সম্পাদক লিমন Logo ইবির আল-কুরআন বিভাগের নতুন সভাপতি ড. জালাল উদ্দিন Logo হুয়াওয়ের কর্মী ও তাদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ Logo হারিয়ে যাওয়া রূপলাল হাউজ এখন পিয়াজ মসলার আড়ত Logo যবিপ্রবির খুলনা জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত Logo যবিপ্রবিতে পিকনিক আয়োজনে মাইক ব্যবহারের নিষেধাজ্ঞা Logo সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সাময়িক স্থগিত ঘোষণা

টিকটকে এআই কনটেন্টের জন্য নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা

টিকটক প্ল্যাটফর্মে এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবং এই কনটেন্টগুলো নিয়ন্ত্রণ করতে টিকটক অ্যাপে এসেছে কিছু নতুন আপডেট। এর মাধ্যমে ইউজাররা এআই দিয়ে তৈরি কনটেন্ট আরও ভালোভাবে শনাক্ত এবং নিয়ন্ত্রণ করতে পারবে। দায়িত্ব ও স্বচ্ছতার সাথে এআই ব্যবহার করতে সহায়ক এই ফিচারগুলো।

এআই দিয়ে তৈরি কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য টিকটকের “ম্যানেজ টপিকস” ফিচারে নতুন একটি সেটিং পরীক্ষামূলকভাবে চালু হবে। এই সেটিং ব্যবহার করে ইউজাররা নিজেদের ‘ফর ইউ’ ফিডে এআই কনটেন্ট কতটা দেখতে চান তা ঠিক করতে পারবেন। এই টুলটি কনটেন্ট পার্সোনালাই্জড করতেও সাহায্য করবে।
এআই দিয়ে তৈরি ভিডিও শনাক্ত করার জন্য ক্রিয়েটর লেবেল, এআই শনাক্তকরণ মডেল এবং সি২পিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস ব্যবহার করা হয় টিকটকে।

এবার অ্যাপটি “ইনভিজিবল ওয়াটার মার্কিং” নামের একটি নতুন পদ্ধতি পরীক্ষা করছে। এই ইনভিজিবল বা অদৃশ্য ওয়াটারমার্কিং একটি বাড়তি সুরক্ষার ধাপ যুক্ত করবে। এই ওয়াটারিমার্কটি শুধু টিকটক শনাক্ত করতে পারে। এমনকি ভিডিও এডিট বা রি-পোস্ট করলেও এটি মুছে ফেলা কঠিন হবে। ফলে এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করা আরও নির্ভরযোগ্য ও স্থায়ী হয়। এআই এডিটর প্রো এর মতো টিকটকের টুলগুলো দিয়ে তৈরি এআই ভিডিও এবং সি২পিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস সহ আপলোড করা কনটেন্টে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করা শুরু হবে।

এআই সম্পর্কে শেখাতে টিকটক ২০ লাখ ডলারের একটি “এআই লিটারেসি ফান্ড” তৈরি করেছে। এই তহবিলের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা শিক্ষামূলক কনটেন্ট তৈরি করবেন। এই কনটেন্টগুলোর মাধ্যমে এআই কীভাবে কাজ করে, এবং এআই দিয়ে বানানো কনটেন্ট কীভাবে চিনতে হয় তা শেখানো হবে। মিডিয়া লিটারেসি, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং টিকটকের ফিচার সম্পর্কে সচেতনতা বাড়াতে ১২টিরও বেশি দেশের সহযোগীরা বিভিন্ন টুল তৈরি করবেন।

জনপ্রিয়

কড়াইলে নিরাপদ পানির ব্যবস্থা করল আনসার-ভিডিপি

টিকটকে এআই কনটেন্টের জন্য নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা

প্রকাশিত ০৮:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

টিকটক প্ল্যাটফর্মে এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবং এই কনটেন্টগুলো নিয়ন্ত্রণ করতে টিকটক অ্যাপে এসেছে কিছু নতুন আপডেট। এর মাধ্যমে ইউজাররা এআই দিয়ে তৈরি কনটেন্ট আরও ভালোভাবে শনাক্ত এবং নিয়ন্ত্রণ করতে পারবে। দায়িত্ব ও স্বচ্ছতার সাথে এআই ব্যবহার করতে সহায়ক এই ফিচারগুলো।

এআই দিয়ে তৈরি কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য টিকটকের “ম্যানেজ টপিকস” ফিচারে নতুন একটি সেটিং পরীক্ষামূলকভাবে চালু হবে। এই সেটিং ব্যবহার করে ইউজাররা নিজেদের ‘ফর ইউ’ ফিডে এআই কনটেন্ট কতটা দেখতে চান তা ঠিক করতে পারবেন। এই টুলটি কনটেন্ট পার্সোনালাই্জড করতেও সাহায্য করবে।
এআই দিয়ে তৈরি ভিডিও শনাক্ত করার জন্য ক্রিয়েটর লেবেল, এআই শনাক্তকরণ মডেল এবং সি২পিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস ব্যবহার করা হয় টিকটকে।

এবার অ্যাপটি “ইনভিজিবল ওয়াটার মার্কিং” নামের একটি নতুন পদ্ধতি পরীক্ষা করছে। এই ইনভিজিবল বা অদৃশ্য ওয়াটারমার্কিং একটি বাড়তি সুরক্ষার ধাপ যুক্ত করবে। এই ওয়াটারিমার্কটি শুধু টিকটক শনাক্ত করতে পারে। এমনকি ভিডিও এডিট বা রি-পোস্ট করলেও এটি মুছে ফেলা কঠিন হবে। ফলে এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করা আরও নির্ভরযোগ্য ও স্থায়ী হয়। এআই এডিটর প্রো এর মতো টিকটকের টুলগুলো দিয়ে তৈরি এআই ভিডিও এবং সি২পিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস সহ আপলোড করা কনটেন্টে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করা শুরু হবে।

এআই সম্পর্কে শেখাতে টিকটক ২০ লাখ ডলারের একটি “এআই লিটারেসি ফান্ড” তৈরি করেছে। এই তহবিলের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা শিক্ষামূলক কনটেন্ট তৈরি করবেন। এই কনটেন্টগুলোর মাধ্যমে এআই কীভাবে কাজ করে, এবং এআই দিয়ে বানানো কনটেন্ট কীভাবে চিনতে হয় তা শেখানো হবে। মিডিয়া লিটারেসি, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং টিকটকের ফিচার সম্পর্কে সচেতনতা বাড়াতে ১২টিরও বেশি দেশের সহযোগীরা বিভিন্ন টুল তৈরি করবেন।