রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।
আজ (১৪ ডিসেম্বর) রোববার সকালে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের নেতৃত্বে সংগঠনের সদস্যরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ক্র্যাব প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, কার্যনির্বাহী সদস্য ইমরান হোসেন, ক্র্যাবের সাবেক সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, ক্র্যাব সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ক্র্যাব সদস্য ও ডিআরইউ কার্যনির্বাহী কমিটি সদস্য আলী আজমসহ অন্যরা উপস্থিত ছিলেন।



















