বিগত (ফ্যাসিস্ট আমলে) সময়ে শিক্ষিত মানুষ অর্থ পাচার করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। আজ সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জাতীয় পর্যায়ে সদস্য ও সাথী পাঠ মূল্যায়ন পরীক্ষা-২০২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ছাত্রশিবিরের নতুন সাথীদেরকে জ্ঞানী হতে হবে।’
দুর্নীতি রোধে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শিবিরের সেক্রেটারি জেনারেল জানান, দুর্নীতি অপরাধ অনিয়মের সঙ্গে সরকারের নানা দপ্তরগুলো জড়িয়ে আছে।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস ও সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।




















