জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে ‘জেইউ কলিগস ইউনিটি’ নামের একটি কর্মচারী সংগঠন। এই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে সরাসরি তৃতীয় শ্রেণিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ এবং ন্যায্য দাবি-দাওয়া আদায়ে কাজ করে যাচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত নেতাদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা পাওয়া নেতাদের মধ্যে ছিলেন সমিতির সভাপতি মো. আবদুর রহিম, সহসভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহসাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মো. নুরুন নবী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. হান্নান খান, জনসংযোগ ও প্রচার সম্পাদক ফারহান তানভীর, মহিলা সম্পাদিকা মিসেস রহিমা খানম, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আব্দুর রেজ্জাক এবং সদস্য নারায়ণ চন্দ্র মন্ডল, মো. ইমান আলী ও মো. জিন্না মিয়া্য়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক কাজী জাকারিয়া, আহ্বায়ক কমিটির সদস্য সুজন মিয়া, ওমর ফারুক আকন্দ, শাহাদাৎ হোসেন অপু, সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর আলম, তসলিম আহমেদ, শরিফ হোসেন ও জহুরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। এ সময় নবনির্বাচিত সভাপতি মো. আবদুর রহিম বলেন, জেইউ কলিগস ইউনিটির কর্মচারীরা পাশে থাকলে আমাদের দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকর হবে।
সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, জেইউ কলিগস ইউনিটি একটি নবগঠিত কর্মচারীবান্ধব সংগঠন। এই সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রা কামনা করি। সংগঠনের আহ্বায়ক কাজী জাকারিয়া বলেন, জেইউ কলিগস ইউনিটি সব সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে সক্রিয় থাকবে। আমরা আশা করি নির্বাচিত নেতারাও এ কাজে সহযোগিতা করবেন।




















