নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান জানিয়ে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচনব্যবস্থা চালুর দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের চতুর্দিকে শত্রু, সংস্কার না করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়েছে একদল। ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, দেশে অশান্তি সৃষ্টি করতে নীলনকশা করছে ভারত।
এসময় বিতর্কিত উপদেষ্টাদের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
