ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি

তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি

দীর্ঘ ১৮ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের জন্য ওপেনার তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০০৭ সালে ওয়ানডে দিয়ে অভিষেক হয় তামিমের। এরপর বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে যান তামিম।গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষনা দেন।

দেশসেরা ওপেনার তামিমের প্রতি শুভকামনা জানিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি দুঃখের মুহূর্ত এবং বিশ্বের কোটি কোটি ভক্তও একইরকম অনুভব করবে। আন্তার্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্যতম সেরা দূত তামিম।’

ফারুক আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে বিশ্বের কাছে তুলে ধরেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা চির কৃতজ্ঞ। দুর্দান্ত অবদানের জন্য বিসিবির পক্ষ থেকে আমরা তামিমকে ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যত জীবনের জন্য শুভ কামনা জানাচ্ছি।’বাংলাদেশের জার্সিতে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম। তিন ফরম্যাট মিলিয়ে ২৫টি সেঞ্চুরিতে ১৫,২৪৯ রান করেছেন তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৫ হাজার রানের মাইলমলকও স্পর্শ করেন তামিম।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তামিম। টি-টোয়েন্টিতে একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ারে চারটি ওয়ানডে বিশ্বকাপ (২০০৭-২০১৯), ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭-২০১৬) এবং একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন তামিম।

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন তামিম। এরমধ্যে ৩৭টি ওয়ানডে ও একটি টেস্টে দলকে নেতৃত্ব দেন। ওয়ানডে ২১ জয় ও ১৪ হার এবং একমাত্র টেস্টে তামিমের অধীনে হারে টাইগাররা।

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি

প্রকাশিত ১০:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

দীর্ঘ ১৮ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের জন্য ওপেনার তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০০৭ সালে ওয়ানডে দিয়ে অভিষেক হয় তামিমের। এরপর বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে যান তামিম।গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষনা দেন।

দেশসেরা ওপেনার তামিমের প্রতি শুভকামনা জানিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি দুঃখের মুহূর্ত এবং বিশ্বের কোটি কোটি ভক্তও একইরকম অনুভব করবে। আন্তার্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্যতম সেরা দূত তামিম।’

ফারুক আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে বিশ্বের কাছে তুলে ধরেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা চির কৃতজ্ঞ। দুর্দান্ত অবদানের জন্য বিসিবির পক্ষ থেকে আমরা তামিমকে ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যত জীবনের জন্য শুভ কামনা জানাচ্ছি।’বাংলাদেশের জার্সিতে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম। তিন ফরম্যাট মিলিয়ে ২৫টি সেঞ্চুরিতে ১৫,২৪৯ রান করেছেন তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৫ হাজার রানের মাইলমলকও স্পর্শ করেন তামিম।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তামিম। টি-টোয়েন্টিতে একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ারে চারটি ওয়ানডে বিশ্বকাপ (২০০৭-২০১৯), ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭-২০১৬) এবং একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন তামিম।

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন তামিম। এরমধ্যে ৩৭টি ওয়ানডে ও একটি টেস্টে দলকে নেতৃত্ব দেন। ওয়ানডে ২১ জয় ও ১৪ হার এবং একমাত্র টেস্টে তামিমের অধীনে হারে টাইগাররা।