বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে খুলনার আলোচিত ‘শেখ বাড়ি’। এছাড়া শেখ বাড়ির সামনে বিক্ষোভ করছে ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরীর শেরে বাংলা রোডে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার ভাইদের বাড়ির সামনে জড়ো হন। এই বাড়িটি শেখবাড়ি নামে পরিচিত। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে রাত সোয়া ৯টার দিকে বুলডোজার এনে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। যা এখনও চলছে।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা জানান, তারা স্বৈরাচারদের আর ফিরে আসার সুযোগ দেবেন না।
প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাইয়ের বাড়ি এটি। খুলনায় কি হবে আর কি হবে না, এসব সিদ্ধান্তই আসতো এই বাড়ি থেকে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
