ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

১৯ মাস পর বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১০:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৬১ বার পঠিত

১৯ মাস পর বাংলাদেশের ওয়ানডে সিরিজে জয়

দীর্ঘ ১৯ মাস পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে উড়িয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। তাদের ব্যাটে ভর করেই বড় সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। প্রায় এক দশক পর মিরপুরে দেখা মেলে দেড়শ রানের ওপেনিং জুটির। ১৭৬ রানের এই পার্টনারশিপ গড়েন সৌম্য ও সাইফ।

সাইফ ৭২ বলে ৮০ রান করে আউট হলেও, সৌম্য সরকার সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৮৬ বলে ৯১ রানে বিদায় নেন। শেষদিকে নুরুল হাসান সোহান (৮ বলে ১৬) ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (১৭ বলে ১৭) দ্রুত রান তুলে দলকে ২৯৬ রানে পৌঁছে দেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন সর্বোচ্চ ৪ উইকেট নেন।

২৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় হয়ে পড়ে ক্যারিবীয় ব্যাটাররা। নাসুম আহমেদ প্রথম ধাক্কা দেন আথানাজে, ব্রেন্ডন কিং ও আগুস্তেকে ফেরিয়ে। এরপর তানভীর ইসলাম ও রিশাদ হোসেন মিলে পুরো উইন্ডিজ ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

রিশাদ নেন ৩ উইকেট, নাসুমও সমান ৩টি করে উইকেট শিকার করেন। মিরাজ ও তানভীর নেন ২টি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায়, ফলে ১৭৯ রানের বড় জয় পায় বাংলাদেশ।এই জয়ে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজ জয়ের পর প্রথমবারের মতো আবারও সিরিজ জয়ের আনন্দে ভাসল টাইগাররা।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

১৯ মাস পর বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়

প্রকাশিত ১০:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

দীর্ঘ ১৯ মাস পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে উড়িয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। তাদের ব্যাটে ভর করেই বড় সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। প্রায় এক দশক পর মিরপুরে দেখা মেলে দেড়শ রানের ওপেনিং জুটির। ১৭৬ রানের এই পার্টনারশিপ গড়েন সৌম্য ও সাইফ।

সাইফ ৭২ বলে ৮০ রান করে আউট হলেও, সৌম্য সরকার সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৮৬ বলে ৯১ রানে বিদায় নেন। শেষদিকে নুরুল হাসান সোহান (৮ বলে ১৬) ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (১৭ বলে ১৭) দ্রুত রান তুলে দলকে ২৯৬ রানে পৌঁছে দেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন সর্বোচ্চ ৪ উইকেট নেন।

২৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় হয়ে পড়ে ক্যারিবীয় ব্যাটাররা। নাসুম আহমেদ প্রথম ধাক্কা দেন আথানাজে, ব্রেন্ডন কিং ও আগুস্তেকে ফেরিয়ে। এরপর তানভীর ইসলাম ও রিশাদ হোসেন মিলে পুরো উইন্ডিজ ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

রিশাদ নেন ৩ উইকেট, নাসুমও সমান ৩টি করে উইকেট শিকার করেন। মিরাজ ও তানভীর নেন ২টি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায়, ফলে ১৭৯ রানের বড় জয় পায় বাংলাদেশ।এই জয়ে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজ জয়ের পর প্রথমবারের মতো আবারও সিরিজ জয়ের আনন্দে ভাসল টাইগাররা।