ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

মিরাজের অধিনায়কত্বে আস্থা রাখছেন বিসিবি সভাপতি

মিরাজের অধিনায়কত্বে আস্থা রাখছেন বিসিবি সভাপতি

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব নিয়ে সমালোচনা থাকলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই কোনো পরিবর্তনের পথে হাঁটছে না। বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মিরাজকে তারা “ক্যাপ্টেন ম্যাটারিয়াল” মনে করেন এবং তাকে পর্যাপ্ত সময় দিতে চান নেতৃত্বে পরিপক্বতা অর্জনের জন্য।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন,“মিরাজ একেবারে নতুন ক্যাপ্টেন। আমরা সবাই জানি, ও ক্যাপ্টেন ম্যাটারিয়াল। ওকে সময় দিতে হবে। খেলায় জয়-পরাজয় থাকবেই। একটা ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়। তার মধ্যে সেই পটেনশিয়াল আছে।”

তিনি আরও জানান, বোর্ড মিরাজের প্রতি আস্থা রাখছে এবং ওয়ানডে ফরম্যাটে আপাতত নেতৃত্বে কোনো পরিবর্তনের চিন্তা নেই।

বর্তমানে টি-টোয়েন্টি দলে অধিনায়ক লিটন দাস, তবে টেস্ট দলের নেতৃত্ব নিয়ে চলছে আলোচনা। নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়ে বিসিবি সভাপতি বলেন,“কয়েকজনের সঙ্গে কথা বলব। ক্রিকেট অপারেশন্স, সিলেক্টর, টপ কোচিং স্টাফরা কথা বলবে। যে ক্যাপ্টেন শুধু সুইটেবল হবে তা না, ক্যাপ্টেনকেও রাজি হতে হবে। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা ৩-৪ জন নিয়ে কথা বলব। খুব তাড়াতাড়ি জানিয়ে দিব।”

তিন ফরম্যাটে তিন অধিনায়ক থাকার সম্ভাবনা নিয়েও মত দিয়েছেন তিনি।

“এরকম কোনো হার্ড ফাস্ট রুল নেই যে তিনজন আলাদা ক্যাপ্টেনই হতে হবে। আগে যখন আলোচনা করেছিলাম, অসুবিধার চেয়ে সুবিধাই বেশি ছিল। তারপরও আমরা দেখব, সবচেয়ে বেস্ট এভেইলেবল কে — একজন তিনটা করতে পারে, দুইটাও করতে পারে। আলোচনা করেই সিদ্ধান্ত হবে।”

এই অবস্থায়, ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়ে মিরাজ আপাতত বোর্ডের আস্থা ধরে রেখেছেন। তবে সামনে জিম্বাবুয়ে ও পাকিস্তান সিরিজের পারফরম্যান্সই নির্ধারণ করবে তার নেতৃত্বের ভবিষ্যৎ।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

মিরাজের অধিনায়কত্বে আস্থা রাখছেন বিসিবি সভাপতি

প্রকাশিত ১০:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব নিয়ে সমালোচনা থাকলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই কোনো পরিবর্তনের পথে হাঁটছে না। বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মিরাজকে তারা “ক্যাপ্টেন ম্যাটারিয়াল” মনে করেন এবং তাকে পর্যাপ্ত সময় দিতে চান নেতৃত্বে পরিপক্বতা অর্জনের জন্য।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন,“মিরাজ একেবারে নতুন ক্যাপ্টেন। আমরা সবাই জানি, ও ক্যাপ্টেন ম্যাটারিয়াল। ওকে সময় দিতে হবে। খেলায় জয়-পরাজয় থাকবেই। একটা ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়। তার মধ্যে সেই পটেনশিয়াল আছে।”

তিনি আরও জানান, বোর্ড মিরাজের প্রতি আস্থা রাখছে এবং ওয়ানডে ফরম্যাটে আপাতত নেতৃত্বে কোনো পরিবর্তনের চিন্তা নেই।

বর্তমানে টি-টোয়েন্টি দলে অধিনায়ক লিটন দাস, তবে টেস্ট দলের নেতৃত্ব নিয়ে চলছে আলোচনা। নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়ে বিসিবি সভাপতি বলেন,“কয়েকজনের সঙ্গে কথা বলব। ক্রিকেট অপারেশন্স, সিলেক্টর, টপ কোচিং স্টাফরা কথা বলবে। যে ক্যাপ্টেন শুধু সুইটেবল হবে তা না, ক্যাপ্টেনকেও রাজি হতে হবে। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা ৩-৪ জন নিয়ে কথা বলব। খুব তাড়াতাড়ি জানিয়ে দিব।”

তিন ফরম্যাটে তিন অধিনায়ক থাকার সম্ভাবনা নিয়েও মত দিয়েছেন তিনি।

“এরকম কোনো হার্ড ফাস্ট রুল নেই যে তিনজন আলাদা ক্যাপ্টেনই হতে হবে। আগে যখন আলোচনা করেছিলাম, অসুবিধার চেয়ে সুবিধাই বেশি ছিল। তারপরও আমরা দেখব, সবচেয়ে বেস্ট এভেইলেবল কে — একজন তিনটা করতে পারে, দুইটাও করতে পারে। আলোচনা করেই সিদ্ধান্ত হবে।”

এই অবস্থায়, ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়ে মিরাজ আপাতত বোর্ডের আস্থা ধরে রেখেছেন। তবে সামনে জিম্বাবুয়ে ও পাকিস্তান সিরিজের পারফরম্যান্সই নির্ধারণ করবে তার নেতৃত্বের ভবিষ্যৎ।