ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হতাশাজনক পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরেছে স্বাগতিক দল। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল টাইগাররা।
প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে অধিনায়ক শাই হোপ ৪৬* (২৮ বলে) ও রোভম্যান পাওয়েল ৪৪* (২৮ বলে) রানে অপরাজিত থাকেন। শেষ দিকে পাওয়েলের টানা তিন ছক্কায় শেষ ওভারে আসে ২২ রান, যা ক্যারিবীয়দের লড়াকু সংগ্রহ এনে দেয়। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ২ উইকেট এবং রিশাদ হোসেন ১ উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধস নামে বাংলাদেশের টপ অর্ডারে। পাওয়ার প্লেতে মাত্র ৪২ রানে ৪ উইকেট হারায় টাইগাররা। তানজিদ হাসান ১৫, লিটন দাস ৫, সাইফ হাসান ৮ ও শামীম হোসেন ১ রানে আউট হন।
তাওহিদ হৃদয় ২৮ রানে কিছুটা প্রতিরোধ গড়লেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মিডল অর্ডারে নুরুল হাসান (৫) ও তানজিম হাসান সাকিব (৩৩) চেষ্টা করেও দলকে জয়ের পথে নিতে পারেননি।
শেষ দিকে নাসুম আহমেদ (২০) ও তাসকিন-মুস্তাফিজ জুটি (শেষ উইকেটে ২০ রান) কিছুটা লড়াই দেখালেও তা যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ।ওয়েস্ট ইন্ডিজের হয়ে কাইল মায়ার্স, জেসন হোল্ডার ও সিলেস প্রত্যেকে নেন ৩টি করে উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হতাশাজনক পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরেছে স্বাগতিক দল। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল টাইগাররা।
প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে অধিনায়ক শাই হোপ ৪৬* (২৮ বলে) ও রোভম্যান পাওয়েল ৪৪* (২৮ বলে) রানে অপরাজিত থাকেন। শেষ দিকে পাওয়েলের টানা তিন ছক্কায় শেষ ওভারে আসে ২২ রান, যা ক্যারিবীয়দের লড়াকু সংগ্রহ এনে দেয়। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ২ উইকেট এবং রিশাদ হোসেন ১ উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধস নামে বাংলাদেশের টপ অর্ডারে। পাওয়ার প্লেতে মাত্র ৪২ রানে ৪ উইকেট হারায় টাইগাররা। তানজিদ হাসান ১৫, লিটন দাস ৫, সাইফ হাসান ৮ ও শামীম হোসেন ১ রানে আউট হন।
তাওহিদ হৃদয় ২৮ রানে কিছুটা প্রতিরোধ গড়লেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মিডল অর্ডারে নুরুল হাসান (৫) ও তানজিম হাসান সাকিব (৩৩) চেষ্টা করেও দলকে জয়ের পথে নিতে পারেননি।
শেষ দিকে নাসুম আহমেদ (২০) ও তাসকিন-মুস্তাফিজ জুটি (শেষ উইকেটে ২০ রান) কিছুটা লড়াই দেখালেও তা যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে কাইল মায়ার্স, জেসন হোল্ডার ও সিলেস প্রত্যেকে নেন ৩টি করে উইকেট।






















