ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু Logo ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার Logo শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাককানইবিতে ইউটিএল এর ১০ দফা দাবি ঘোষণা Logo কমনরুমের ব্যবস্থাসহ ১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি প্রদান Logo যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত Logo গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মেহেদী হাসান কারাগারে Logo সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পিস ফর পিপল ফাউন্ডেশনের নিন্দা Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’

সৌদি আরবে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’

সৌদি আরবে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’

বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’ নির্মাণের ঘোষণা দিয়েছে সৌদি আরব। ক্রীড়া অবকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন আনার অংশ হিসেবে দেশটি ‘এনইওএম স্টেডিয়াম’ (NEOM Stadium) নামে এক অভূতপূর্ব প্রকল্পের পরিকল্পনা প্রকাশ করেছে, যাকে বিশ্বের প্রথম “স্কাই স্টেডিয়াম” হিসেবে বর্ণনা করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভবিষ্যতের এই স্টেডিয়ামটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১,১৫০ ফুট উঁচুতে ঝুলন্ত অবস্থায় নির্মিত হবে। পুরো স্টেডিয়ামটি নবায়নযোগ্য শক্তি—বিশেষ করে বায়ু ও সৌরশক্তি দ্বারা চালিত হবে। ধারণা করা হচ্ছে, এতে প্রায় ৪৬ হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যমতে, ২০২৭ সালে স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়ে ২০৩২ সালের মধ্যে শেষ হবে। এছাড়া, এটি ২০৩৪ ফিফা বিশ্বকাপের একটি সম্ভাব্য ভেন্যু হিসেবেও ব্যবহৃত হতে পারে। উল্লেখ্য, সৌদি আরব ইতোমধ্যেই ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে।

যদিও সৌদি কর্তৃপক্ষ এখনো ‘স্কাই স্টেডিয়াম’ প্রকল্পের বিস্তারিত প্রকাশ করেনি, ২০২৪ সালে আরব নিউজ জানিয়েছিল যে, দেশটি ২০৩৪ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে। এটি সৌদি আরবের ক্রীড়া খাতে বৈশ্বিক নেতৃত্বের প্রতি দৃঢ় অঙ্গীকারেরই ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে, যেখানে রেকর্ড ১০৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে।

জনপ্রিয়

পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু

সৌদি আরবে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’

প্রকাশিত ০১:২৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’ নির্মাণের ঘোষণা দিয়েছে সৌদি আরব। ক্রীড়া অবকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন আনার অংশ হিসেবে দেশটি ‘এনইওএম স্টেডিয়াম’ (NEOM Stadium) নামে এক অভূতপূর্ব প্রকল্পের পরিকল্পনা প্রকাশ করেছে, যাকে বিশ্বের প্রথম “স্কাই স্টেডিয়াম” হিসেবে বর্ণনা করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভবিষ্যতের এই স্টেডিয়ামটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১,১৫০ ফুট উঁচুতে ঝুলন্ত অবস্থায় নির্মিত হবে। পুরো স্টেডিয়ামটি নবায়নযোগ্য শক্তি—বিশেষ করে বায়ু ও সৌরশক্তি দ্বারা চালিত হবে। ধারণা করা হচ্ছে, এতে প্রায় ৪৬ হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যমতে, ২০২৭ সালে স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়ে ২০৩২ সালের মধ্যে শেষ হবে। এছাড়া, এটি ২০৩৪ ফিফা বিশ্বকাপের একটি সম্ভাব্য ভেন্যু হিসেবেও ব্যবহৃত হতে পারে। উল্লেখ্য, সৌদি আরব ইতোমধ্যেই ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে।

যদিও সৌদি কর্তৃপক্ষ এখনো ‘স্কাই স্টেডিয়াম’ প্রকল্পের বিস্তারিত প্রকাশ করেনি, ২০২৪ সালে আরব নিউজ জানিয়েছিল যে, দেশটি ২০৩৪ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে। এটি সৌদি আরবের ক্রীড়া খাতে বৈশ্বিক নেতৃত্বের প্রতি দৃঢ় অঙ্গীকারেরই ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে, যেখানে রেকর্ড ১০৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে।