ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক Logo জাবিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়ার আয়োজন Logo পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু Logo ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার Logo শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাককানইবিতে ইউটিএল এর ১০ দফা দাবি ঘোষণা Logo কমনরুমের ব্যবস্থাসহ ১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি প্রদান Logo যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত Logo গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মেহেদী হাসান কারাগারে Logo সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পিস ফর পিপল ফাউন্ডেশনের নিন্দা Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

বিয়ে ও হলুদের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন শিরিন শিলা

চিত্রনায়িকা হিসেবে যতোটা না পরিচিতি পেয়েছেন তার চেয়ে উদ্ভট কাণ্ড ঘটিয়ে বেশি আলোচিত শিরিন শিলা। পাগল ভক্ত হুট করে তাকে চুমু খাওয়ার ভিডিও ভাইরাল হয়। এরপর আন্দোলনের সময় ছাত্রদের উদ্দেশ্যে ‘সুখে থাকলে ভুতে কিলায়’-এর মতো মন্তব্য তাকে আলোচিত ও সমালোচিত করে।

এতোকিছু নিয়ে ভাইরাল হলেও নিজের প্রেমের সম্পর্ককে সেভাবে সামনে আনতে দেননি এই নায়িকা। প্রেমটা একদিন দু’দিনের নয়, ছয় বছরের। ২০১৮ সালের অক্টোবরের ৫ তারিখে প্রেমিকের সঙ্গে পরিচয় হয় নায়িকা শিরিন শিলার। এবার সেই অক্টোবর মাসেই প্রেমকে পরিনতি দিলেন এই নায়িকা।

গতকাল (১০ অক্টোবর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তার বিয়ে সম্পন্ন হয়েছে। তার স্বামীর নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট।

ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করে গতকাল রাতে শিরিন শিলা সবার কাছে তার নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসে শিলা বিয়ের কাগজে সাক্ষর করছেন। স্বামী ও তিনি সাদা রঙের পোশাক বেছে নিয়েছেন বিয়ের জন্য। শিরিন শিলা পরেছিলেন ছিমছাম কাজ করা নেটের ল্যাহেঙ্গা আর তার স্বামী পরেছিলেন সাদা শেওয়ানি, পাজামা আর মুক্তোর মালা। হালকা গোলাপী রঙের গোলাপের মালা দুজন দুজনকে পরিয়ে দিয়েছেন।

ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের আয়োজনের আগে সেরে নিয়েছেন ছোট্ট করে হলুদের আয়োজনও। হলুদ অনুষ্ঠানে যথারীতি হলুদ রঙকেই বেছে নেন শিলা। পরেছিলেন হলুদ শাড়ি, তাতে বিভিন্ন রঙের সুতার হাতে সেলাই করা নকশা। দু’হাত ভর্তি মেহেদি আর ফুলের গয়নায় নিজেকে সাজিয়ে তোলেন ঢাকাই ছবির এই নায়িকা।

তার হলুদে হাজির হন ঢালিউডের তরুণ তিন নায়ক সাঞ্জু জন, শিপন মিত্র ও জয় চৌধুরী।

জনপ্রিয়

জাবিতে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক

বিয়ে ও হলুদের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন শিরিন শিলা

প্রকাশিত ০২:০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

চিত্রনায়িকা হিসেবে যতোটা না পরিচিতি পেয়েছেন তার চেয়ে উদ্ভট কাণ্ড ঘটিয়ে বেশি আলোচিত শিরিন শিলা। পাগল ভক্ত হুট করে তাকে চুমু খাওয়ার ভিডিও ভাইরাল হয়। এরপর আন্দোলনের সময় ছাত্রদের উদ্দেশ্যে ‘সুখে থাকলে ভুতে কিলায়’-এর মতো মন্তব্য তাকে আলোচিত ও সমালোচিত করে।

এতোকিছু নিয়ে ভাইরাল হলেও নিজের প্রেমের সম্পর্ককে সেভাবে সামনে আনতে দেননি এই নায়িকা। প্রেমটা একদিন দু’দিনের নয়, ছয় বছরের। ২০১৮ সালের অক্টোবরের ৫ তারিখে প্রেমিকের সঙ্গে পরিচয় হয় নায়িকা শিরিন শিলার। এবার সেই অক্টোবর মাসেই প্রেমকে পরিনতি দিলেন এই নায়িকা।

গতকাল (১০ অক্টোবর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তার বিয়ে সম্পন্ন হয়েছে। তার স্বামীর নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট।

ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করে গতকাল রাতে শিরিন শিলা সবার কাছে তার নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসে শিলা বিয়ের কাগজে সাক্ষর করছেন। স্বামী ও তিনি সাদা রঙের পোশাক বেছে নিয়েছেন বিয়ের জন্য। শিরিন শিলা পরেছিলেন ছিমছাম কাজ করা নেটের ল্যাহেঙ্গা আর তার স্বামী পরেছিলেন সাদা শেওয়ানি, পাজামা আর মুক্তোর মালা। হালকা গোলাপী রঙের গোলাপের মালা দুজন দুজনকে পরিয়ে দিয়েছেন।

ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের আয়োজনের আগে সেরে নিয়েছেন ছোট্ট করে হলুদের আয়োজনও। হলুদ অনুষ্ঠানে যথারীতি হলুদ রঙকেই বেছে নেন শিলা। পরেছিলেন হলুদ শাড়ি, তাতে বিভিন্ন রঙের সুতার হাতে সেলাই করা নকশা। দু’হাত ভর্তি মেহেদি আর ফুলের গয়নায় নিজেকে সাজিয়ে তোলেন ঢাকাই ছবির এই নায়িকা।

তার হলুদে হাজির হন ঢালিউডের তরুণ তিন নায়ক সাঞ্জু জন, শিপন মিত্র ও জয় চৌধুরী।