Ovijatra
ঢাকাSaturday , 15 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

ঐকমত্য কমিশনের বৈঠকে ২৬ রাজনৈতিক দল: প্রেস সচিব

Link Copied!

জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে ২৬ রাজনৈতিক দলের ১০০ জনের মতো প্রতিনিধি অংশ নিয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আজকের বৈঠকে ২৬ রাজনৈতিক দল এবং ১০০ জনের মতো পলিটিশিয়ান ছিলেন। এখন পর্যন্ত প্রায় দশজনের মতো কথা বলেছেন, বৈঠক এখনো চলমান। মাঝে আসরের নামাজের বিরতি দেওয়া হয়েছে। যতগুলো পার্টিকে আমরা আমন্ত্রণ করেছি সবাই এসেছে। বিএনপির নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্ব দেন আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

প্রেস সচিব বলেন, আজকে চিফ অ্যাডভাইজার তার কথায় বলেন, প্রথম ছয় মাসে সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজ ডায়ালগের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, এ ডায়ালগের মাধ্যমে পুরো দেশ এবং আন্তর্জাতিক সবার সমর্থন আছে। ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে, তারা বলেছে, তোমাদের কি চাই আমরা তোমাদের সঙ্গে আছি। একই সঙ্গে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে। ইউনাইটেড নেশনের যে প্রতিবেদন এলো এতে পুরো বিশ্ব জানতে পেরেছে একটা হত্যাযজ্ঞ হয়েছিল এবং কে অর্ডার করেছিল এবং কীভাবে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল। আমরা যে নতুন বাংলাদেশ ঘুরতে যাচ্ছি সেই নতুন বাংলাদেশের সঙ্গে বিশ্বের সবাই আছে। আজ মহৎ একটা উদ্যোগ শুরু হলো, এর মাধ্যমে আমরা কি রকম বাংলাদেশ চাই, এটা নির্ধারিত হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।