ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

প্রথমবার নির্বাচিত বিজেপির রেখা গুপ্ত হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শালিমার বাগ থেকে প্রথমবারের মতো নির্বাচিত হওয়া বিধায়ক রেখা গুপ্তের নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার সন্ধ্যার দিকে দলটির নীতি-নির্ধারণী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

সম্প্রতি দিল্লি বিধানসভার নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) ১০ বছরের ক্ষমতার অবসান ঘটায় বিজেপি। দলটি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নেওয়ায় এখন তিনি আম আদমি পার্টির অতিশীর স্থলাভিষিক্ত হবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দিল্লি বিজেপি। হিন্দিতে দেওয়া পোস্টে দলটি বলেছে, ‘‘দিল্লি বিজেপির বিধানসভা দলের নেতা নির্বাচিত হওয়ায় রেখা গুপ্তকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে, আপনার নেতৃত্বে রাজ্যের অগ্রগতি হবে।’’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বাসার পথে রয়েছেন বিজেপির বিধায়করা। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকার গঠনের বিষয়ে গর্ভনরকে অনুরোধ জানাবেন।

দিল্লির একাধিক সূত্র বলেছে, বিজেপি বিধায়ক রেখা গুপ্তের ছয় সদস্যের একটি কাউন্সিল থাকবে। এই পরিষদে জাটস, বানিয়াস, পাঞ্জাবী, ব্রাহ্মণ ও দলিতদের সমর্থনকারী সব বর্ণের ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে।

রাজভবনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেখা গুপ্ত বলেছেন, আমি বিজেপিকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ। আমি দিল্লিকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ।

২৬ বছর পরে দিল্লির ক্ষমতায় আসা বিজেপি আগামীকাল (বৃহস্পতিবার) রামলিলা ময়দানে নতুন সরকারের শপথের জন্য বিশাল অনুষ্ঠানের পরিকল্পনা করছে। দিল্লিতে বিজেপির সর্বশেষ মুখ্যমন্ত্রীও ছিলেন সুষমা স্বরাজ। ১৯৯৯ সালে ৫২ দিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ছিলেন সুষমা স্বরাজ।

সূত্র: এনডিটিভি।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

প্রথমবার নির্বাচিত বিজেপির রেখা গুপ্ত হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী

প্রকাশিত ০৯:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শালিমার বাগ থেকে প্রথমবারের মতো নির্বাচিত হওয়া বিধায়ক রেখা গুপ্তের নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার সন্ধ্যার দিকে দলটির নীতি-নির্ধারণী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

সম্প্রতি দিল্লি বিধানসভার নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) ১০ বছরের ক্ষমতার অবসান ঘটায় বিজেপি। দলটি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নেওয়ায় এখন তিনি আম আদমি পার্টির অতিশীর স্থলাভিষিক্ত হবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দিল্লি বিজেপি। হিন্দিতে দেওয়া পোস্টে দলটি বলেছে, ‘‘দিল্লি বিজেপির বিধানসভা দলের নেতা নির্বাচিত হওয়ায় রেখা গুপ্তকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে, আপনার নেতৃত্বে রাজ্যের অগ্রগতি হবে।’’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বাসার পথে রয়েছেন বিজেপির বিধায়করা। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকার গঠনের বিষয়ে গর্ভনরকে অনুরোধ জানাবেন।

দিল্লির একাধিক সূত্র বলেছে, বিজেপি বিধায়ক রেখা গুপ্তের ছয় সদস্যের একটি কাউন্সিল থাকবে। এই পরিষদে জাটস, বানিয়াস, পাঞ্জাবী, ব্রাহ্মণ ও দলিতদের সমর্থনকারী সব বর্ণের ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে।

রাজভবনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেখা গুপ্ত বলেছেন, আমি বিজেপিকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ। আমি দিল্লিকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ।

২৬ বছর পরে দিল্লির ক্ষমতায় আসা বিজেপি আগামীকাল (বৃহস্পতিবার) রামলিলা ময়দানে নতুন সরকারের শপথের জন্য বিশাল অনুষ্ঠানের পরিকল্পনা করছে। দিল্লিতে বিজেপির সর্বশেষ মুখ্যমন্ত্রীও ছিলেন সুষমা স্বরাজ। ১৯৯৯ সালে ৫২ দিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ছিলেন সুষমা স্বরাজ।

সূত্র: এনডিটিভি।