ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ

প্রথমবার নির্বাচিত বিজেপির রেখা গুপ্ত হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শালিমার বাগ থেকে প্রথমবারের মতো নির্বাচিত হওয়া বিধায়ক রেখা গুপ্তের নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার সন্ধ্যার দিকে দলটির নীতি-নির্ধারণী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

সম্প্রতি দিল্লি বিধানসভার নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) ১০ বছরের ক্ষমতার অবসান ঘটায় বিজেপি। দলটি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নেওয়ায় এখন তিনি আম আদমি পার্টির অতিশীর স্থলাভিষিক্ত হবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দিল্লি বিজেপি। হিন্দিতে দেওয়া পোস্টে দলটি বলেছে, ‘‘দিল্লি বিজেপির বিধানসভা দলের নেতা নির্বাচিত হওয়ায় রেখা গুপ্তকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে, আপনার নেতৃত্বে রাজ্যের অগ্রগতি হবে।’’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বাসার পথে রয়েছেন বিজেপির বিধায়করা। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকার গঠনের বিষয়ে গর্ভনরকে অনুরোধ জানাবেন।

দিল্লির একাধিক সূত্র বলেছে, বিজেপি বিধায়ক রেখা গুপ্তের ছয় সদস্যের একটি কাউন্সিল থাকবে। এই পরিষদে জাটস, বানিয়াস, পাঞ্জাবী, ব্রাহ্মণ ও দলিতদের সমর্থনকারী সব বর্ণের ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে।

রাজভবনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেখা গুপ্ত বলেছেন, আমি বিজেপিকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ। আমি দিল্লিকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ।

২৬ বছর পরে দিল্লির ক্ষমতায় আসা বিজেপি আগামীকাল (বৃহস্পতিবার) রামলিলা ময়দানে নতুন সরকারের শপথের জন্য বিশাল অনুষ্ঠানের পরিকল্পনা করছে। দিল্লিতে বিজেপির সর্বশেষ মুখ্যমন্ত্রীও ছিলেন সুষমা স্বরাজ। ১৯৯৯ সালে ৫২ দিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ছিলেন সুষমা স্বরাজ।

সূত্র: এনডিটিভি।

জনপ্রিয়

ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ

প্রথমবার নির্বাচিত বিজেপির রেখা গুপ্ত হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী

প্রকাশিত ০৯:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শালিমার বাগ থেকে প্রথমবারের মতো নির্বাচিত হওয়া বিধায়ক রেখা গুপ্তের নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার সন্ধ্যার দিকে দলটির নীতি-নির্ধারণী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

সম্প্রতি দিল্লি বিধানসভার নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) ১০ বছরের ক্ষমতার অবসান ঘটায় বিজেপি। দলটি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নেওয়ায় এখন তিনি আম আদমি পার্টির অতিশীর স্থলাভিষিক্ত হবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দিল্লি বিজেপি। হিন্দিতে দেওয়া পোস্টে দলটি বলেছে, ‘‘দিল্লি বিজেপির বিধানসভা দলের নেতা নির্বাচিত হওয়ায় রেখা গুপ্তকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে, আপনার নেতৃত্বে রাজ্যের অগ্রগতি হবে।’’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বাসার পথে রয়েছেন বিজেপির বিধায়করা। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকার গঠনের বিষয়ে গর্ভনরকে অনুরোধ জানাবেন।

দিল্লির একাধিক সূত্র বলেছে, বিজেপি বিধায়ক রেখা গুপ্তের ছয় সদস্যের একটি কাউন্সিল থাকবে। এই পরিষদে জাটস, বানিয়াস, পাঞ্জাবী, ব্রাহ্মণ ও দলিতদের সমর্থনকারী সব বর্ণের ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে।

রাজভবনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেখা গুপ্ত বলেছেন, আমি বিজেপিকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ। আমি দিল্লিকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ।

২৬ বছর পরে দিল্লির ক্ষমতায় আসা বিজেপি আগামীকাল (বৃহস্পতিবার) রামলিলা ময়দানে নতুন সরকারের শপথের জন্য বিশাল অনুষ্ঠানের পরিকল্পনা করছে। দিল্লিতে বিজেপির সর্বশেষ মুখ্যমন্ত্রীও ছিলেন সুষমা স্বরাজ। ১৯৯৯ সালে ৫২ দিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ছিলেন সুষমা স্বরাজ।

সূত্র: এনডিটিভি।