Ovijatra
ঢাকাThursday , 24 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

জার্মান ফেডারেল ক‌মিশনারের ঢাকা সফর

Link Copied!

জার্মান পররাষ্ট্র দপ্তরের ইন্দো-প্যাসিফিক, দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানবিষয়ক কমিশনার রাষ্ট্রদূত এরিক কার্জউইল বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ২৩-২৪ অক্টোবর ঢাকা সফর করেছেন। তি‌নি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব নজরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার জার্মান দূতাবাস জানায়, বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থা নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে রাষ্ট্রদূত কার্জউইল চলতি বছর শেষ হওয়ার আগেই দ্বিপক্ষীয় জলবায়ু ও উন্নয়ন অংশীদারিত্ব স্বাক্ষরের বিষয়ে তাদের যৌথ আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

রাজনীতিবিদ, ছাত্র এবং সুশীল সমাজের সঙ্গে বৈঠকে কমিশনারকে পুরোনো সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার স্পষ্ট বিবরণ দেওয়া হয়।

কমিশনার অংশীদারদের আশ্বস্ত করেন জার্মানি তাদের পাশে থাকবে এবং একটি টেকসই উত্তরণের লক্ষ্যে বিনিময়কে আরও গভীর করার সুযোগগুলো খতিয়ে দেখবে।

এ ছাড়া, দূতাবাস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে কমিশনার ও বাংলাদেশে জার্মান কোম্পানিগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিনিধিরা সংস্কারের গুরুত্ব ও আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারদের আশ্বস্ত করার ওপর জোর দেন।

ইউরোপীয় ইউনিয়নের জিএসপি ফাইভ প্লাস স্কিমের জন্য যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির ওপরও জোর দেন রাষ্ট্রদূত কার্জউইল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।