ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

জার্মান ফেডারেল ক‌মিশনারের ঢাকা সফর

জার্মান পররাষ্ট্র দপ্তরের ইন্দো-প্যাসিফিক, দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানবিষয়ক কমিশনার রাষ্ট্রদূত এরিক কার্জউইল বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ২৩-২৪ অক্টোবর ঢাকা সফর করেছেন। তি‌নি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব নজরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার জার্মান দূতাবাস জানায়, বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থা নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে রাষ্ট্রদূত কার্জউইল চলতি বছর শেষ হওয়ার আগেই দ্বিপক্ষীয় জলবায়ু ও উন্নয়ন অংশীদারিত্ব স্বাক্ষরের বিষয়ে তাদের যৌথ আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

রাজনীতিবিদ, ছাত্র এবং সুশীল সমাজের সঙ্গে বৈঠকে কমিশনারকে পুরোনো সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার স্পষ্ট বিবরণ দেওয়া হয়।

কমিশনার অংশীদারদের আশ্বস্ত করেন জার্মানি তাদের পাশে থাকবে এবং একটি টেকসই উত্তরণের লক্ষ্যে বিনিময়কে আরও গভীর করার সুযোগগুলো খতিয়ে দেখবে।

এ ছাড়া, দূতাবাস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে কমিশনার ও বাংলাদেশে জার্মান কোম্পানিগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিনিধিরা সংস্কারের গুরুত্ব ও আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারদের আশ্বস্ত করার ওপর জোর দেন।

ইউরোপীয় ইউনিয়নের জিএসপি ফাইভ প্লাস স্কিমের জন্য যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির ওপরও জোর দেন রাষ্ট্রদূত কার্জউইল।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

জার্মান ফেডারেল ক‌মিশনারের ঢাকা সফর

প্রকাশিত ০৪:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জার্মান পররাষ্ট্র দপ্তরের ইন্দো-প্যাসিফিক, দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানবিষয়ক কমিশনার রাষ্ট্রদূত এরিক কার্জউইল বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ২৩-২৪ অক্টোবর ঢাকা সফর করেছেন। তি‌নি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব নজরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার জার্মান দূতাবাস জানায়, বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থা নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে রাষ্ট্রদূত কার্জউইল চলতি বছর শেষ হওয়ার আগেই দ্বিপক্ষীয় জলবায়ু ও উন্নয়ন অংশীদারিত্ব স্বাক্ষরের বিষয়ে তাদের যৌথ আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

রাজনীতিবিদ, ছাত্র এবং সুশীল সমাজের সঙ্গে বৈঠকে কমিশনারকে পুরোনো সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার স্পষ্ট বিবরণ দেওয়া হয়।

কমিশনার অংশীদারদের আশ্বস্ত করেন জার্মানি তাদের পাশে থাকবে এবং একটি টেকসই উত্তরণের লক্ষ্যে বিনিময়কে আরও গভীর করার সুযোগগুলো খতিয়ে দেখবে।

এ ছাড়া, দূতাবাস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে কমিশনার ও বাংলাদেশে জার্মান কোম্পানিগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিনিধিরা সংস্কারের গুরুত্ব ও আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারদের আশ্বস্ত করার ওপর জোর দেন।

ইউরোপীয় ইউনিয়নের জিএসপি ফাইভ প্লাস স্কিমের জন্য যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির ওপরও জোর দেন রাষ্ট্রদূত কার্জউইল।