ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত কবে, জানালেন উপদেষ্টা রিজওয়ানা

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে কতদিন লাগতে পারে— এমন প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এটি রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে। তিনি জানিয়েছেন, তাদের সঙ্গে কী ধরনের আলোচনা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর উদ্বেগগুলো কী তা বিবেচনায় রাখতে হবে। তিনি উল্লেখ করেন, “এটা যে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তা নয়, আবার বিলম্বিত করাও যাচ্ছে না। কারণ এটি এমন একটি পদ, যেখানে দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে কেউ থাকতে চাইবে না। গণদাবীর বিষয়ে বিলম্বের সুযোগ নেই।”

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়েও অবহিত করেন।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রিজওয়ানা বলেন, “বিষয়টি আমাদের (উপদেষ্টা পরিষদ) আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে পারব বলে আশা করছি।” তিনি বলেন, “দাবিটি ক্রমান্বয়ে জোরালো হচ্ছে, এটি এক ধরনের গণদাবী, তাই রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান ও সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে।”

interm_20241024_205938389
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

তিনি আরও জানান, রাষ্ট্রপতির পদত্যাগের দাবির বিপরীতে রাজনৈতিক দলগুলোর অবস্থান রয়েছে, যদিও তারা স্পষ্টভাবে তাদের সিদ্ধান্ত জানাননি। তিনি বলেন, “সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে বলে কিছু রাজনৈতিক দল অভিমত ব্যক্ত করেছে, আবার অন্যদিকে দুই-একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন সাংবিধানিক সংকট হবে না।”

পদত্যাগ করলে রাষ্ট্রপতি নিয়োগের সাংবিধানিক ধারার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমি ঘোড়ার আগে গাড়িকে নিয়ে গেলে সমস্যা হবে। এ মুহূর্তে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে আমরা কীভাবে মোকাবিলা করব। এটি রাজনৈতিক বিষয়।”

তিনি আরও বলেন, “আমরা স্বাভাবিক পরিবেশে নেই, অস্বাভাবিক পরিস্থিতিতে আছি। এখন সবকিছু সংবিধান মেনে করতে হবে, সেটা সম্ভব হবে কি না, তা ভাবতে হচ্ছে। রাজনৈতিক ঐক্যমতের প্রচেষ্টা চলছে, রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করতে হবে যারা গণদাবী করছে।”

অবশেষে, সিদ্ধান্ত নিতে কতদিন লাগবে—এ প্রশ্নে রিজওয়ানা বলেন, “এটি রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে। তাদের সঙ্গে কী ধরনের আলোচনা হয় এবং তাদের উদ্বেগের জায়গাগুলো বাস্তবসম্মত কিনা, তা বিবেচনায় নিতে হবে। তবে গণদাবীর বিষয়ে বিলম্বিত করার সুযোগ নেই।”

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত কবে, জানালেন উপদেষ্টা রিজওয়ানা

প্রকাশিত ১০:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে কতদিন লাগতে পারে— এমন প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এটি রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে। তিনি জানিয়েছেন, তাদের সঙ্গে কী ধরনের আলোচনা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর উদ্বেগগুলো কী তা বিবেচনায় রাখতে হবে। তিনি উল্লেখ করেন, “এটা যে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তা নয়, আবার বিলম্বিত করাও যাচ্ছে না। কারণ এটি এমন একটি পদ, যেখানে দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে কেউ থাকতে চাইবে না। গণদাবীর বিষয়ে বিলম্বের সুযোগ নেই।”

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়েও অবহিত করেন।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রিজওয়ানা বলেন, “বিষয়টি আমাদের (উপদেষ্টা পরিষদ) আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে পারব বলে আশা করছি।” তিনি বলেন, “দাবিটি ক্রমান্বয়ে জোরালো হচ্ছে, এটি এক ধরনের গণদাবী, তাই রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান ও সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে।”

interm_20241024_205938389
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

তিনি আরও জানান, রাষ্ট্রপতির পদত্যাগের দাবির বিপরীতে রাজনৈতিক দলগুলোর অবস্থান রয়েছে, যদিও তারা স্পষ্টভাবে তাদের সিদ্ধান্ত জানাননি। তিনি বলেন, “সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে বলে কিছু রাজনৈতিক দল অভিমত ব্যক্ত করেছে, আবার অন্যদিকে দুই-একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন সাংবিধানিক সংকট হবে না।”

পদত্যাগ করলে রাষ্ট্রপতি নিয়োগের সাংবিধানিক ধারার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমি ঘোড়ার আগে গাড়িকে নিয়ে গেলে সমস্যা হবে। এ মুহূর্তে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে আমরা কীভাবে মোকাবিলা করব। এটি রাজনৈতিক বিষয়।”

তিনি আরও বলেন, “আমরা স্বাভাবিক পরিবেশে নেই, অস্বাভাবিক পরিস্থিতিতে আছি। এখন সবকিছু সংবিধান মেনে করতে হবে, সেটা সম্ভব হবে কি না, তা ভাবতে হচ্ছে। রাজনৈতিক ঐক্যমতের প্রচেষ্টা চলছে, রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করতে হবে যারা গণদাবী করছে।”

অবশেষে, সিদ্ধান্ত নিতে কতদিন লাগবে—এ প্রশ্নে রিজওয়ানা বলেন, “এটি রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে। তাদের সঙ্গে কী ধরনের আলোচনা হয় এবং তাদের উদ্বেগের জায়গাগুলো বাস্তবসম্মত কিনা, তা বিবেচনায় নিতে হবে। তবে গণদাবীর বিষয়ে বিলম্বিত করার সুযোগ নেই।”