ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

বিপিএলে তামিমের খেলা নিয়ে আশাবাদী ফরচুন বরিশাল

বিপিএলে তামিমের খেলা নিয়ে আশাবাদী ফরচুন বরিশাল

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিম ইকবালের খেলা নিয়ে নতুন করে আশার কথা শোনালেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

বিপিএলে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য ‘এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট’ আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এমন পাঁচটি প্রতিষ্ঠানকেই চূড়ান্তভাবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

তবে সবচেয়ে বেশি আলোচনা চলছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ঘিরে। শুরুতে শোনা গিয়েছিল, আসন্ন আসরে অংশ নেবে না তারা। তবে নিয়মে কিছু পরিবর্তন হলে বরিশাল আবারও বিপিএলে যোগ দিতে পারে বলে জানিয়েছেন মিজানুর রহমান।

তিনি ক্রিকবাজকে বলেন, আমি মনে করি না এমন কোনো বিষয় আছে যে তামিম বিপিএলে খেলবে না। আমার মনে হয় সে স্বাভাবিক খেলা সম্পর্কেই (ক্রিকেট বর্জন) বলেছিল। যদি বিপিএল হয়, আমি তাকে খেলার জন্য অনুরোধ করব, আর আমার বিশ্বাস বরিশাল খেললে সেও খেলবে।

বিপিএল আয়োজনের সময় স্বল্পতা নিয়েও মন্তব্য করেন তিনি। আমাদের যদি খেলোয়াড় থাকে, তবুও তাদের আনতে হলে প্রয়োজনীয় তহবিল ও প্রস্তুতি নিশ্চিত করতে হবে। এই এক বা দেড় মাসের মধ্যে আমরা ২৪ ঘণ্টা কাজ করলেও তা করা কঠিন। আমি ভিন্ন একটি স্লটের জন্য অনুরোধ করেছি, এখন দেখা যাক তারা কী বলে।

সব মিলিয়ে, ফরচুন বরিশালের অংশগ্রহণ এবং তামিম ইকবালের মাঠে ফেরার সম্ভাবনা এখনো টিকে আছে।

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

বিপিএলে তামিমের খেলা নিয়ে আশাবাদী ফরচুন বরিশাল

প্রকাশিত ০৯:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিম ইকবালের খেলা নিয়ে নতুন করে আশার কথা শোনালেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

বিপিএলে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য ‘এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট’ আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এমন পাঁচটি প্রতিষ্ঠানকেই চূড়ান্তভাবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

তবে সবচেয়ে বেশি আলোচনা চলছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ঘিরে। শুরুতে শোনা গিয়েছিল, আসন্ন আসরে অংশ নেবে না তারা। তবে নিয়মে কিছু পরিবর্তন হলে বরিশাল আবারও বিপিএলে যোগ দিতে পারে বলে জানিয়েছেন মিজানুর রহমান।

তিনি ক্রিকবাজকে বলেন, আমি মনে করি না এমন কোনো বিষয় আছে যে তামিম বিপিএলে খেলবে না। আমার মনে হয় সে স্বাভাবিক খেলা সম্পর্কেই (ক্রিকেট বর্জন) বলেছিল। যদি বিপিএল হয়, আমি তাকে খেলার জন্য অনুরোধ করব, আর আমার বিশ্বাস বরিশাল খেললে সেও খেলবে।

বিপিএল আয়োজনের সময় স্বল্পতা নিয়েও মন্তব্য করেন তিনি। আমাদের যদি খেলোয়াড় থাকে, তবুও তাদের আনতে হলে প্রয়োজনীয় তহবিল ও প্রস্তুতি নিশ্চিত করতে হবে। এই এক বা দেড় মাসের মধ্যে আমরা ২৪ ঘণ্টা কাজ করলেও তা করা কঠিন। আমি ভিন্ন একটি স্লটের জন্য অনুরোধ করেছি, এখন দেখা যাক তারা কী বলে।

সব মিলিয়ে, ফরচুন বরিশালের অংশগ্রহণ এবং তামিম ইকবালের মাঠে ফেরার সম্ভাবনা এখনো টিকে আছে।