ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অবশেষে ম্যাচ আয়োজনের অনুমতি পেল বেঙ্গালুরুর ‘ট্র্যাজিক’ চিন্নাস্বামী স্টেডিয়াম Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

জবি ছাত্রদল নেতার হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরণ এবং অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “গত এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার খুন, অপহরণ এবং ধর্ষণের ঘটনায় যথাযথ তদন্ত বা ন্যায়বিচার দিতে ব্যর্থ হয়েছে।”

তিনি আরও বলেন, “যদি সুষ্ঠু তদন্ত করা হতো এবং পূর্ববর্তী ঘটনার অপরাধীদের বিচারের আওতায় আনা হতো, তাহলে গতকাল জোবায়েদের মর্মান্তিক মৃত্যু ঘটতো না। এছাড়াও তিনি জোবায়েদ হত্যার বিচার দাবি করেন।”

যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশে আইনের শাসন ভেঙে পড়েছে এবং দেশে অস্থিরতা বিরাজ করছে।”

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা বিলম্ব করে সারাদেশের ঘটমান সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। আপনারা যদি এ ধরনের আচরণ করতেই থাকেন তাহলে আপনাদের পরিণতিও ফ্যাসিবাদী হাসিনার মতো হবে।”

এর আগে, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র এবং জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন একটি বাসায় টিউশন করাতে গিয়ে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন।

জনপ্রিয়

অবশেষে ম্যাচ আয়োজনের অনুমতি পেল বেঙ্গালুরুর ‘ট্র্যাজিক’ চিন্নাস্বামী স্টেডিয়াম

জবি ছাত্রদল নেতার হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত ০৮:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরণ এবং অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “গত এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার খুন, অপহরণ এবং ধর্ষণের ঘটনায় যথাযথ তদন্ত বা ন্যায়বিচার দিতে ব্যর্থ হয়েছে।”

তিনি আরও বলেন, “যদি সুষ্ঠু তদন্ত করা হতো এবং পূর্ববর্তী ঘটনার অপরাধীদের বিচারের আওতায় আনা হতো, তাহলে গতকাল জোবায়েদের মর্মান্তিক মৃত্যু ঘটতো না। এছাড়াও তিনি জোবায়েদ হত্যার বিচার দাবি করেন।”

যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশে আইনের শাসন ভেঙে পড়েছে এবং দেশে অস্থিরতা বিরাজ করছে।”

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা বিলম্ব করে সারাদেশের ঘটমান সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। আপনারা যদি এ ধরনের আচরণ করতেই থাকেন তাহলে আপনাদের পরিণতিও ফ্যাসিবাদী হাসিনার মতো হবে।”

এর আগে, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র এবং জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন একটি বাসায় টিউশন করাতে গিয়ে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন।