ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন Logo ‎কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীনবরণ ও প্রবীণ বিদায় Logo ‎কুবিতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

এক নজরে ভিভো এক্স৩০০ প্রো

স্মার্টফোন দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ‘এক্স৩০০ প্রো’। ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো ক্যামেরার জাদু, সাথে প্রিমিয়াম ডিজাইন, নতুন অপারেটিং সিস্টেম এমনকি ফটোগ্রাফির জন্য ডেডিকেটেড চিপের অনন্য সমন্বয়ে ফোনটি এখন প্রযুক্তিপ্রেমীদের প্রথম পছন্দ। এই জনপ্রিয়তার বিস্তারিত জেনে নেওয়া যাক এক নজরে।

*প্রফেশনাল ফটোগ্রাফি এখন মুঠোফোনেই
প্রফেশনাল পোর্ট্রেট হোক বা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি এক্স৩০০ প্রো সবকিছুতেই অনবদ্য। এর ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো লেন্স এবং এলওয়াইটি-৮২৮ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল জাইস গিম্বেল গ্রেড ক্যামেরা, সিআইপিএ ৫.৫ স্টেবিলাইজেশনের মাধ্যমে সর্বোচ্চ জুমেও দেয় একদম স্থির ও স্পষ্ট ছবি। ফ্রন্ট ও ব্যাকে ৫০ মেগাপিক্সেল জাইস আল্ট্রা ওয়াইড ক্যামেরা ছবিতে দেয় নিখুঁত ডিটেইল। আরও আছে স্টেজ মোড ২.০, ৪কে রেকর্ডিং, মোশন ফ্রিজ ও ডুয়াল-ভিউ ভিডিও। ১২০ এফপিএস ডলবি ভিশন এবং বিউটি এফেক্টসহ পোর্ট্রেট ভিডিওর সুবিধা থাকায় ভিডিওমেকিং হয় একদম ঝামেলাহীন ও প্রফেশনাল।

প্রো ইমেজিং এর জন্য ডেডিকেটেড চিপ
ভিভো এক্স৩০০ প্রোতে ডেডিকেটেড ইমেজিং ভিএস১ চিপ ও অ্যাডাপ্টিভ জুম ফ্ল্যাশ ছবিকে আরও ন্যাচারাল ও প্রাণবন্ত করে। লো-লাইট ও নাইট ফটোগ্রাফিতে নয়েজ কমিয়ে পরিষ্কার ডিটেইলড শট দেয়, আর উন্নত রিয়েল-টাইম প্রসেসিং পোর্ট্রেট ও টেলিফটোতে সঠিক ডেপথ ও কালার নিশ্চিত করে। সঙ্গে ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট ব্যবহার করে পাওয়া যায় আরও প্রফেশনাল রেজাল্ট।

অরিজিন ওএস ৬: স্মুথ মাল্টিটাস্কিং
নতুন অরিজিন ওএস ৬-এর সাবলীল অ্যাপ সুইচিং ও অ্যানিমেশন ব্যবহারকে সহজ করে। অফিস কিট, ওয়ার্কস্পেস ও নোটস সিঙ্কের পাশাপাশি স্ক্রিন শেয়ার, ফাইল ড্র্যাগ ও ফ্রি ট্রান্সফারের মতো ফিচারগুলো কাজের প্রোডাক্টিভিটি বাড়ায়।

পাওয়ারফুল ডাইমেনসিটি ৯৫০০
ভিভো এক্স৩০০ প্রো-তে আছে ভিভো ও মিডিয়াটেকের তৈরি ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর ও ভিথ্রি+ চিপ, যা প্রো-গ্রেড ইমেজিং ও ল্যাগহীন পারফরম্যান্স দেয়। ৬৫১০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জ সারাদিন নির্বিঘ্ন ব্যাকআপ নিশ্চিত করে।

এলিগ্যান্ট ডিজাইন ও ডিসপ্লে
ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক রঙের ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিন ও ৭.৯৯ মিমি স্লিম ইউনিবডি। থ্রিডি কোরাল ভেলভেট গ্লাস ও আলট্রা-থিন বেজেল একে দেয় প্রিমিয়াম লুক।

অল-ওয়েদার প্রোটেকশন
আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং ফোনটিকে পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত রাখে। আর্মার গ্লাস ও থ্রিডি আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট ভেজা আঙুলেও দ্রুত আনলক নিশ্চিত করে।

সব মিলিয়ে, ভিভো এক্স৩০০ প্রো ক্যামেরা, পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইনে কোনো আপস ছাড়াই দিচ্ছে পূর্ণাঙ্গ ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা।

জনপ্রিয়

জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ 

এক নজরে ভিভো এক্স৩০০ প্রো

প্রকাশিত ১১:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

স্মার্টফোন দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ‘এক্স৩০০ প্রো’। ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো ক্যামেরার জাদু, সাথে প্রিমিয়াম ডিজাইন, নতুন অপারেটিং সিস্টেম এমনকি ফটোগ্রাফির জন্য ডেডিকেটেড চিপের অনন্য সমন্বয়ে ফোনটি এখন প্রযুক্তিপ্রেমীদের প্রথম পছন্দ। এই জনপ্রিয়তার বিস্তারিত জেনে নেওয়া যাক এক নজরে।

*প্রফেশনাল ফটোগ্রাফি এখন মুঠোফোনেই
প্রফেশনাল পোর্ট্রেট হোক বা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি এক্স৩০০ প্রো সবকিছুতেই অনবদ্য। এর ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো লেন্স এবং এলওয়াইটি-৮২৮ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল জাইস গিম্বেল গ্রেড ক্যামেরা, সিআইপিএ ৫.৫ স্টেবিলাইজেশনের মাধ্যমে সর্বোচ্চ জুমেও দেয় একদম স্থির ও স্পষ্ট ছবি। ফ্রন্ট ও ব্যাকে ৫০ মেগাপিক্সেল জাইস আল্ট্রা ওয়াইড ক্যামেরা ছবিতে দেয় নিখুঁত ডিটেইল। আরও আছে স্টেজ মোড ২.০, ৪কে রেকর্ডিং, মোশন ফ্রিজ ও ডুয়াল-ভিউ ভিডিও। ১২০ এফপিএস ডলবি ভিশন এবং বিউটি এফেক্টসহ পোর্ট্রেট ভিডিওর সুবিধা থাকায় ভিডিওমেকিং হয় একদম ঝামেলাহীন ও প্রফেশনাল।

প্রো ইমেজিং এর জন্য ডেডিকেটেড চিপ
ভিভো এক্স৩০০ প্রোতে ডেডিকেটেড ইমেজিং ভিএস১ চিপ ও অ্যাডাপ্টিভ জুম ফ্ল্যাশ ছবিকে আরও ন্যাচারাল ও প্রাণবন্ত করে। লো-লাইট ও নাইট ফটোগ্রাফিতে নয়েজ কমিয়ে পরিষ্কার ডিটেইলড শট দেয়, আর উন্নত রিয়েল-টাইম প্রসেসিং পোর্ট্রেট ও টেলিফটোতে সঠিক ডেপথ ও কালার নিশ্চিত করে। সঙ্গে ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট ব্যবহার করে পাওয়া যায় আরও প্রফেশনাল রেজাল্ট।

অরিজিন ওএস ৬: স্মুথ মাল্টিটাস্কিং
নতুন অরিজিন ওএস ৬-এর সাবলীল অ্যাপ সুইচিং ও অ্যানিমেশন ব্যবহারকে সহজ করে। অফিস কিট, ওয়ার্কস্পেস ও নোটস সিঙ্কের পাশাপাশি স্ক্রিন শেয়ার, ফাইল ড্র্যাগ ও ফ্রি ট্রান্সফারের মতো ফিচারগুলো কাজের প্রোডাক্টিভিটি বাড়ায়।

পাওয়ারফুল ডাইমেনসিটি ৯৫০০
ভিভো এক্স৩০০ প্রো-তে আছে ভিভো ও মিডিয়াটেকের তৈরি ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর ও ভিথ্রি+ চিপ, যা প্রো-গ্রেড ইমেজিং ও ল্যাগহীন পারফরম্যান্স দেয়। ৬৫১০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জ সারাদিন নির্বিঘ্ন ব্যাকআপ নিশ্চিত করে।

এলিগ্যান্ট ডিজাইন ও ডিসপ্লে
ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক রঙের ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিন ও ৭.৯৯ মিমি স্লিম ইউনিবডি। থ্রিডি কোরাল ভেলভেট গ্লাস ও আলট্রা-থিন বেজেল একে দেয় প্রিমিয়াম লুক।

অল-ওয়েদার প্রোটেকশন
আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং ফোনটিকে পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত রাখে। আর্মার গ্লাস ও থ্রিডি আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট ভেজা আঙুলেও দ্রুত আনলক নিশ্চিত করে।

সব মিলিয়ে, ভিভো এক্স৩০০ প্রো ক্যামেরা, পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইনে কোনো আপস ছাড়াই দিচ্ছে পূর্ণাঙ্গ ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা।