ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান শিবির সভাপতির

জেঁকে বসতে শুরু করেছে কনকনে শীত। দেশের প্রান্তিক এলাকাগুলোতে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। শীত এলেই শীতবস্ত্রের অভাবে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বেড়ে যায়। ঘন কুয়াশা ও তীব্র শীতে তাদের কষ্টের কোনো সীমা থাকে না। এ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি-২৪ উদ্বোধনকালে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ আহ্বান জানান।

মঞ্জুরুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি দেশের অসহায় মানুষের কষ্ট লাঘবে সাধ্যানুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। শুধু তাই নয়, দেশের যে কোনো ক্লান্তিকালে আমরা সবার আগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। প্রতিবছরের ন্যায় এ বছরও শীতের উষ্ণতা শিক্ষার্থীসহ শীতার্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করছি। আমরা আশা করি, এই কষ্টের সময়ে বর্তমান সরকার ও দেশের বিত্তবানেরা অসহায় মানুষদের কষ্ট লাঘবে পাশে এসে দাঁড়াবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের কষ্ট লাঘব করার প্রকৃত দায়িত্ব সরকারের। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো বিগত সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার পরিবর্তে নিজেদের দলীয় কর্তাদের পকেট ভারি করেছে। তারা জনগণের টাকা হাতিয়ে নিয়ে দেশ-বিদেশে অট্টালিকা নির্মাণ করেছে। অথচ জনগণের দুর্ভোগ কমাতে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আশা করি, বর্তমান সরকার এ দিকটিতে বিশেষ মনোযোগ দেবে এবং শীতার্ত মানুষের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।

দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে সবাইকে শীতার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে। একযোগে কাজ করলে শীতের কষ্ট লাঘব করা সম্ভব। আর এটি আমাদের সম্মিলিত মানবিকতারই প্রমাণ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় পরিবেশ ও সমাজসেবা সম্পাদক মুক্তাদির বিল্লাহ, ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর সভাপতি আনিসুর রহমান, ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি আবু হানিফ নোমান ও গাজীপুর মহানগর শাখার নেতারা।
জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান শিবির সভাপতির

প্রকাশিত ০৮:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

জেঁকে বসতে শুরু করেছে কনকনে শীত। দেশের প্রান্তিক এলাকাগুলোতে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। শীত এলেই শীতবস্ত্রের অভাবে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বেড়ে যায়। ঘন কুয়াশা ও তীব্র শীতে তাদের কষ্টের কোনো সীমা থাকে না। এ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি-২৪ উদ্বোধনকালে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ আহ্বান জানান।

মঞ্জুরুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি দেশের অসহায় মানুষের কষ্ট লাঘবে সাধ্যানুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। শুধু তাই নয়, দেশের যে কোনো ক্লান্তিকালে আমরা সবার আগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। প্রতিবছরের ন্যায় এ বছরও শীতের উষ্ণতা শিক্ষার্থীসহ শীতার্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করছি। আমরা আশা করি, এই কষ্টের সময়ে বর্তমান সরকার ও দেশের বিত্তবানেরা অসহায় মানুষদের কষ্ট লাঘবে পাশে এসে দাঁড়াবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের কষ্ট লাঘব করার প্রকৃত দায়িত্ব সরকারের। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো বিগত সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার পরিবর্তে নিজেদের দলীয় কর্তাদের পকেট ভারি করেছে। তারা জনগণের টাকা হাতিয়ে নিয়ে দেশ-বিদেশে অট্টালিকা নির্মাণ করেছে। অথচ জনগণের দুর্ভোগ কমাতে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আশা করি, বর্তমান সরকার এ দিকটিতে বিশেষ মনোযোগ দেবে এবং শীতার্ত মানুষের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।

দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে সবাইকে শীতার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে। একযোগে কাজ করলে শীতের কষ্ট লাঘব করা সম্ভব। আর এটি আমাদের সম্মিলিত মানবিকতারই প্রমাণ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় পরিবেশ ও সমাজসেবা সম্পাদক মুক্তাদির বিল্লাহ, ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর সভাপতি আনিসুর রহমান, ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি আবু হানিফ নোমান ও গাজীপুর মহানগর শাখার নেতারা।