ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

তরুণ প্রজন্মকে লেখাপড়ায় বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মকে লেখাপড়ায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “তরুণ প্রজন্ম এখন প্রযুক্তির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এবং তাদের জ্ঞানও ব্যাপক। তবে শেখার প্রক্রিয়া কখনো শেষ হয় না। তাই তরুণদের সর্বদা লেখাপড়ার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে, যেন তারা নিজেদের আরও দক্ষ ও যোগ্য করে তুলতে পারে।”

ঢাকা কলেজের স্মৃতিচারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি একসময় ঢাকা কলেজে পড়েছি, বলা যায় প্রাগৈতিহাসিক যুগে। ১৯৬৩-৬৫ ব্যাচে পড়াশোনা করেছি। আজকের পুনর্মিলনীতে সেই সময়ের অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে।”

তিনি আরও বলেন, “তখনকার সময়ের সঙ্গে এখনকার সময়ের অনেক পার্থক্য। চিন্তাধারা, প্রযুক্তি এবং প্রজন্মের মধ্যে একটি বিশাল ব্যবধান সৃষ্টি হয়েছে। কিন্তু সেই দিনের স্মৃতি আজও জীবন্ত।”

বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে ছাত্র জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল।

অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি রিইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

তরুণ প্রজন্মকে লেখাপড়ায় বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত ০৭:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মকে লেখাপড়ায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “তরুণ প্রজন্ম এখন প্রযুক্তির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এবং তাদের জ্ঞানও ব্যাপক। তবে শেখার প্রক্রিয়া কখনো শেষ হয় না। তাই তরুণদের সর্বদা লেখাপড়ার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে, যেন তারা নিজেদের আরও দক্ষ ও যোগ্য করে তুলতে পারে।”

ঢাকা কলেজের স্মৃতিচারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি একসময় ঢাকা কলেজে পড়েছি, বলা যায় প্রাগৈতিহাসিক যুগে। ১৯৬৩-৬৫ ব্যাচে পড়াশোনা করেছি। আজকের পুনর্মিলনীতে সেই সময়ের অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে।”

তিনি আরও বলেন, “তখনকার সময়ের সঙ্গে এখনকার সময়ের অনেক পার্থক্য। চিন্তাধারা, প্রযুক্তি এবং প্রজন্মের মধ্যে একটি বিশাল ব্যবধান সৃষ্টি হয়েছে। কিন্তু সেই দিনের স্মৃতি আজও জীবন্ত।”

বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে ছাত্র জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল।

অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি রিইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।