ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ

নির্বাচক পদ ছাড়লেন হান্নান সরকার

নির্বাচক পদ ছাড়লেন হান্নান সরকার

কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ওপেনার হান্নান সরকার।তিনি জানিয়েছেন, শনিবার বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এক মাসের নোটিশের মেয়াদ পূরণ করতে এ মাসের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন হান্নান।

আজ সাংবাদিকদের হান্নান বলেন, ‘যদিও কাজটি (নির্বাচক) আনন্দদায়ক এবং সম্মানজনক। আমি মনে করি আমার ভবিষ্যৎ ক্যারিয়ার কোচিংয়ে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি কোচিংয়ের মাধ্যমে আমি বাংলাদেশ ক্রিকেটে আরও বেশি অবদান রাখতে পারবো। এমন নয় যে হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরেই এ বিষয়টি নিয়ে ভাবছিলাম। এখন আনুষ্ঠানিকভাবে এটি জানিয়েছি।’

২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে ১৭টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছেন হান্নান। নির্বাচক প্যানেলে যোগ দেওয়ার আগে কোচিং ক্যারিয়ারের সাথে যুক্ত হয়েছিলেন তিনি। ২০১০ ও ২০১১ সালে বিসিবি থেকে লেভেল-১ এবং লেভেল-২ কোর্স সম্পন্ন করেন হান্নান।

ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিভিন্ন দলের সাথে যুক্ত ছিলেন সাবেক ওপেনার হান্নান।

কোচিং ছাড়ার পর বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হন হান্নান। বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক ছিলেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পান হান্নান। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সাথে তার চুক্তি ছিল।

আগামী ডিপিএলে একটি দলের দায়িত্ব পাবেন বলে আশা করছেন হান্নান।

জনপ্রিয়

ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ

নির্বাচক পদ ছাড়লেন হান্নান সরকার

প্রকাশিত ১০:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ওপেনার হান্নান সরকার।তিনি জানিয়েছেন, শনিবার বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এক মাসের নোটিশের মেয়াদ পূরণ করতে এ মাসের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন হান্নান।

আজ সাংবাদিকদের হান্নান বলেন, ‘যদিও কাজটি (নির্বাচক) আনন্দদায়ক এবং সম্মানজনক। আমি মনে করি আমার ভবিষ্যৎ ক্যারিয়ার কোচিংয়ে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি কোচিংয়ের মাধ্যমে আমি বাংলাদেশ ক্রিকেটে আরও বেশি অবদান রাখতে পারবো। এমন নয় যে হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরেই এ বিষয়টি নিয়ে ভাবছিলাম। এখন আনুষ্ঠানিকভাবে এটি জানিয়েছি।’

২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে ১৭টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছেন হান্নান। নির্বাচক প্যানেলে যোগ দেওয়ার আগে কোচিং ক্যারিয়ারের সাথে যুক্ত হয়েছিলেন তিনি। ২০১০ ও ২০১১ সালে বিসিবি থেকে লেভেল-১ এবং লেভেল-২ কোর্স সম্পন্ন করেন হান্নান।

ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিভিন্ন দলের সাথে যুক্ত ছিলেন সাবেক ওপেনার হান্নান।

কোচিং ছাড়ার পর বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হন হান্নান। বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক ছিলেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পান হান্নান। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সাথে তার চুক্তি ছিল।

আগামী ডিপিএলে একটি দলের দায়িত্ব পাবেন বলে আশা করছেন হান্নান।