ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

আপনার রক্ত পাতলা না ঘন, জানুন এই টেস্টে

রক্ত বলতে এক ধরনের তরলকে বোঝানো হয় যা মানুষের এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর দেহে সংবহনতন্ত্রের মাধ্যমে প্রবাহিত হয়। এটি দেহের কোষগুলোতে অক্সিজেন, পুষ্টি এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে এবং বর্জ্য পদার্থ অপসারণ করে।

রক্ত তরল হলেও এর নির্দিষ্ট ঘনত্ব থাকা জরুরি। রক্ত ঘন হলে তা কঠিন কোনো রোগের ইঙ্গিত বহন করে। চিকিৎসকদের মতে, রক্ত ঘন হলে তা হৃদপিণ্ড ও কিডনির সমস্যার কারণ হতে পার। আবার রক্ত খুব বেশি পাতলা হলেও তা বিভিন্ন রোগের কারণ হতে পারে। এমনটা হলে প্লাটিলেটের মাত্রা দ্রুত কমতে থাকে। শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে দেরি হয়।

 

আপনার রক্ত কি ঘন না পাতলা? বুঝবেন কীভাবে? চলুন জানা যাক-

চিকিৎসকদের মতে, যদি রক্ত ঘন হয় তাহলে হৃদপিণ্ড এবং কিডনির সমস্যা তৈরি হতে পারে। আবার রক্ত খুব বেশি পাতলা হলে প্লাটিলেট দ্রুতগতিতে কমতে থাকে। এমনকী, কোনো কারণে দেহে আঘাত লেগে রক্ত বের হলে, পাতলা রক্ত জমাট বাঁধতে চায় না।

ঘন হোক বা পাতলা— রক্তের ক্ষেত্রে কোনোটিই ভালো নয়। অতিরিক্ত ঘন রক্ত হলে তা হৃদরোগ, কিডনি রোগের আশঙ্কা বাড়িয়ে দেয়। অন্যদিকে রক্ত পাতলা হলে ইমিউনিটি কমে যায়। শরীরে নানা রোগ বাসা বাঁধে দ্রুত।

blood_tests3

রক্তক্ষরণ হলে, তা জমাট বাঁধতে কতটা সময় লাগে, তা বোঝার জন্য prothrombin Time টেষ্ট করা যায়। এর ফলে বোঝা যাবে আপনার রক্ত ঘন নাকি পাতলা। অন্যদিকে Activated Partial Thromboplastin Time নামক একটি টেস্ট রয়েছে। যা রক্তের ঘনত্ব বোঝাতে সাহায্য করে, সেসঙ্গে মেপে দেখে রক্ত জমাট বাঁধতে কতটা সময় লাগবে।

এই টেষ্ট কাদের করা দরকার?

যারা রক্ত তরল করার ওষুধ খান, তারা নিয়মিত এই রক্তপরীক্ষা করান। যারা অতিরিক্ত মদ্যপান করেন, তাদেরও এই পরীক্ষা করা উচিত। পাকস্থলির সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও এই টেস্ট করানো উচিত।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

আপনার রক্ত পাতলা না ঘন, জানুন এই টেস্টে

প্রকাশিত ১০:০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

রক্ত বলতে এক ধরনের তরলকে বোঝানো হয় যা মানুষের এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর দেহে সংবহনতন্ত্রের মাধ্যমে প্রবাহিত হয়। এটি দেহের কোষগুলোতে অক্সিজেন, পুষ্টি এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে এবং বর্জ্য পদার্থ অপসারণ করে।

রক্ত তরল হলেও এর নির্দিষ্ট ঘনত্ব থাকা জরুরি। রক্ত ঘন হলে তা কঠিন কোনো রোগের ইঙ্গিত বহন করে। চিকিৎসকদের মতে, রক্ত ঘন হলে তা হৃদপিণ্ড ও কিডনির সমস্যার কারণ হতে পার। আবার রক্ত খুব বেশি পাতলা হলেও তা বিভিন্ন রোগের কারণ হতে পারে। এমনটা হলে প্লাটিলেটের মাত্রা দ্রুত কমতে থাকে। শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে দেরি হয়।

 

আপনার রক্ত কি ঘন না পাতলা? বুঝবেন কীভাবে? চলুন জানা যাক-

চিকিৎসকদের মতে, যদি রক্ত ঘন হয় তাহলে হৃদপিণ্ড এবং কিডনির সমস্যা তৈরি হতে পারে। আবার রক্ত খুব বেশি পাতলা হলে প্লাটিলেট দ্রুতগতিতে কমতে থাকে। এমনকী, কোনো কারণে দেহে আঘাত লেগে রক্ত বের হলে, পাতলা রক্ত জমাট বাঁধতে চায় না।

ঘন হোক বা পাতলা— রক্তের ক্ষেত্রে কোনোটিই ভালো নয়। অতিরিক্ত ঘন রক্ত হলে তা হৃদরোগ, কিডনি রোগের আশঙ্কা বাড়িয়ে দেয়। অন্যদিকে রক্ত পাতলা হলে ইমিউনিটি কমে যায়। শরীরে নানা রোগ বাসা বাঁধে দ্রুত।

blood_tests3

রক্তক্ষরণ হলে, তা জমাট বাঁধতে কতটা সময় লাগে, তা বোঝার জন্য prothrombin Time টেষ্ট করা যায়। এর ফলে বোঝা যাবে আপনার রক্ত ঘন নাকি পাতলা। অন্যদিকে Activated Partial Thromboplastin Time নামক একটি টেস্ট রয়েছে। যা রক্তের ঘনত্ব বোঝাতে সাহায্য করে, সেসঙ্গে মেপে দেখে রক্ত জমাট বাঁধতে কতটা সময় লাগবে।

এই টেষ্ট কাদের করা দরকার?

যারা রক্ত তরল করার ওষুধ খান, তারা নিয়মিত এই রক্তপরীক্ষা করান। যারা অতিরিক্ত মদ্যপান করেন, তাদেরও এই পরীক্ষা করা উচিত। পাকস্থলির সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও এই টেস্ট করানো উচিত।