ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন Logo ‎কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীনবরণ ও প্রবীণ বিদায় Logo ‎কুবিতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

প্রথম ধাপেই ২০২৬ বিশ্বকাপের ১০ লাখের বেশি টিকিট শেষ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১:০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৭০ বার পঠিত

প্রথম ধাপেই ২০২৬ বিশ্বকাপের ১০ লাখের বেশি টিকিট শেষ

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রিতে শুরুতেই দেখা গেছে অভূতপূর্ব সাড়া। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, প্রথম ধাপেই বিক্রি হয়েছে ১০ লাখের বেশি টিকিট।আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপ। এবারই প্রথম ৪৮ দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে।

ফিফার এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম ধাপের টিকিট বিক্রি শুরু হয় ১ অক্টোবর। ইতোমধ্যে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা টিকিট কিনেছেন। তবে ৪৮ দলের মধ্যে এখন পর্যন্ত ২৮ দল তাদের জায়গা নিশ্চিত করেছে।

ফিফার তথ্য অনুযায়ী, টিকিট কেনায় শীর্ষ দশ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পাশাপাশি আছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “বিশ্বজুড়ে জাতীয় দলগুলো যখন এই ঐতিহাসিক বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই করছে, তখন ফুটবলপ্রেমীরা যে আগ্রহ দেখাচ্ছেন, তা সত্যিই রোমাঞ্চকর। এটি প্রমাণ করে, ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক এই বিশ্বকাপ বিশ্বের মানুষের কল্পনা ও উচ্ছ্বাসকে ছুঁয়ে যাচ্ছে।”

প্রথম ধাপে ৪৫ লাখ আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকেরা টিকিট কেনার সুযোগ পান। আগামী ২৭ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদনপ্রক্রিয়া, যেখানে একক ম্যাচ, নির্দিষ্ট দল বা ভেন্যুভিত্তিক টিকিট কেনার সুযোগ থাকবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত ক্রেতারা নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত টিকিট কিনতে পারবেন। আর দলগুলোর পূর্ণ সূচি ঘোষণার পর ৫ ডিসেম্বর থেকে শুরু হবে তৃতীয় ধাপের বিক্রি।

শেষ পর্যায়ে টিকিট বিক্রি হবে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। পাশাপাশি ফিফা তাদের অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মও চালু করেছে। সমর্থকেরা চারটি শ্রেণির আসনের মধ্যে টিকিট বেছে নিতে পারবেন—ক্যাটাগরি ১ সবচেয়ে প্রিমিয়াম আসন, আর ক্যাটাগরি ৪ স্টেডিয়ামের উচ্চ অংশে। এবারই প্রথম বিশ্বকাপে টিকিটের দামে আসছে ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থা।উত্তর আমেরিকার ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৭১ লাখ আসন থাকবে। এর মধ্যে কতটি সাধারণ দর্শকদের জন্য বিক্রি হবে, তা এখনো ঘোষণা করেনি ফিফা।

টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার, যা অন্তত ৪০টি ম্যাচে প্রযোজ্য। তবে বেশিরভাগ ম্যাচের টিকিট অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। উদ্বোধনী ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে, যেখানে টিকিটের দাম ৫৬০ থেকে ২,৭৩৫ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয়

জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ 

প্রথম ধাপেই ২০২৬ বিশ্বকাপের ১০ লাখের বেশি টিকিট শেষ

প্রকাশিত ১১:০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রিতে শুরুতেই দেখা গেছে অভূতপূর্ব সাড়া। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, প্রথম ধাপেই বিক্রি হয়েছে ১০ লাখের বেশি টিকিট।আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপ। এবারই প্রথম ৪৮ দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে।

ফিফার এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম ধাপের টিকিট বিক্রি শুরু হয় ১ অক্টোবর। ইতোমধ্যে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা টিকিট কিনেছেন। তবে ৪৮ দলের মধ্যে এখন পর্যন্ত ২৮ দল তাদের জায়গা নিশ্চিত করেছে।

ফিফার তথ্য অনুযায়ী, টিকিট কেনায় শীর্ষ দশ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পাশাপাশি আছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “বিশ্বজুড়ে জাতীয় দলগুলো যখন এই ঐতিহাসিক বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই করছে, তখন ফুটবলপ্রেমীরা যে আগ্রহ দেখাচ্ছেন, তা সত্যিই রোমাঞ্চকর। এটি প্রমাণ করে, ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক এই বিশ্বকাপ বিশ্বের মানুষের কল্পনা ও উচ্ছ্বাসকে ছুঁয়ে যাচ্ছে।”

প্রথম ধাপে ৪৫ লাখ আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকেরা টিকিট কেনার সুযোগ পান। আগামী ২৭ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদনপ্রক্রিয়া, যেখানে একক ম্যাচ, নির্দিষ্ট দল বা ভেন্যুভিত্তিক টিকিট কেনার সুযোগ থাকবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত ক্রেতারা নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত টিকিট কিনতে পারবেন। আর দলগুলোর পূর্ণ সূচি ঘোষণার পর ৫ ডিসেম্বর থেকে শুরু হবে তৃতীয় ধাপের বিক্রি।

শেষ পর্যায়ে টিকিট বিক্রি হবে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। পাশাপাশি ফিফা তাদের অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মও চালু করেছে। সমর্থকেরা চারটি শ্রেণির আসনের মধ্যে টিকিট বেছে নিতে পারবেন—ক্যাটাগরি ১ সবচেয়ে প্রিমিয়াম আসন, আর ক্যাটাগরি ৪ স্টেডিয়ামের উচ্চ অংশে। এবারই প্রথম বিশ্বকাপে টিকিটের দামে আসছে ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থা।উত্তর আমেরিকার ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৭১ লাখ আসন থাকবে। এর মধ্যে কতটি সাধারণ দর্শকদের জন্য বিক্রি হবে, তা এখনো ঘোষণা করেনি ফিফা।

টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার, যা অন্তত ৪০টি ম্যাচে প্রযোজ্য। তবে বেশিরভাগ ম্যাচের টিকিট অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। উদ্বোধনী ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে, যেখানে টিকিটের দাম ৫৬০ থেকে ২,৭৩৫ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।