অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভরাডুবি ভারতের। শুবমান গিলের অধিনায়কত্বের অভিষেকই হলো হতাশার। ২২৪ দিন পর জাতীয় দলে ফিরে রানশূন্য থাকলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ব্যর্থ অধিনায়ক গিলও। ব্যাটে-বলে একেবারেই জ্বলে উঠতে পারেনি ভারত, ফলে ৭ উইকেটের সহজ জয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
রোববার পার্থে চারবার বৃষ্টিতে বাধা পড়ে খেলা। শেষ পর্যন্ত ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ২৬ ওভারে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস গুটিয়ে যায় ৯ উইকেটে ১৩৬ রানে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৩১ রান, যা তারা ২১.১ ওভারেই তুলে নেয়।
শুরু থেকেই ধুঁকছিল ভারতীয় টপ অর্ডার। রোহিত শর্মা ৮ রানে জশ হেজলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। তার কিছু পরই মিচেল স্টার্কের বল খোঁচা দিয়ে পয়েন্টে ধরা পড়েন বিরাট কোহলি—রানের খাতা খুলতেই পারেননি তিনি।
এরপর বৃষ্টিতে একবার খেলা বন্ধ হয়। খেলা ফের শুরু হতেই গিল (৭) উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। শ্রেয়াস আইয়ারও একই ভুলে (৬) সাজঘরে ফেরেন। ৪ উইকেট পড়ার পর ফের বৃষ্টির বাধা, এবং ওভার কমে দাঁড়ায় ২৬।
চাপের মুখে রানের গতি বাড়াতে চেষ্টা করেন অক্ষর প্যাটেল (৩১) ও লোকেশ রাহুল (৩৮)। শেষ দিকে নীতীশ রেড্ডি ১৯ রান যোগ করেন। তবু বড় সংগ্রহ গড়তে পারেনি ভারত।
১৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সতর্ক সূচনা করে অজিরা। ট্রাভিস হেড (৮) দ্রুত আউট হলেও অধিনায়ক মিচেল মার্শ দায়িত্ব নিয়ে দলকে জয়ের পথে রাখেন। ম্যাথু শর্টও (১২) ব্যর্থ হলেও জশ ফিলিপ (৩৭) ভালো সঙ্গ দেন।
শেষ পর্যন্ত মার্শ অপরাজিত থাকেন ৪৬ রানে, আর অস্ট্রেলিয়া ২১.১ ওভারে জয় তুলে নেয় ৭ উইকেটে।






















