তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় নিশ্চিত করার মিশনে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি, যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দলের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন ৩৫ রানে ৬ উইকেট শিকার করে দেখিয়েছেন অনন্য পারফরম্যান্স। এটি ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় সেরা বোলিং ফিগার এবং স্পিনারদের মধ্যে সেরা। এই তালিকায় সেরা বোলিংয়ের রেকর্ড যৌথভাবে ধরে রেখেছেন দুই পেসার মাশরাফি বিন মর্তুজা (কেনিয়ার বিপক্ষে, ২০০৬) ও রুবেল হোসেন (নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৩) — দুজনই ৬ উইকেট নিয়েছিলেন।
রিশাদের পারফরম্যান্সে সন্তুষ্ট দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, তবে তিনি জয়ের আনন্দে ভেসে না গিয়ে মনোযোগ ধরে রাখার আহ্বান জানিয়েছেন। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন,“একটি ভাল বল করেই উইকেট নেওয়া যায় না, একটি ভাল ওভার করেই উইকেট আসে। টার্নিং উইকেটে মেডেন ওভার ও লাইন-লেংথ ঠিক রাখলেই সাফল্য আসবে।”
তিনি আরও সতর্ক করে বলেন, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে স্পিনে ভুগেছে, কিন্তু তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রক্রিয়া ও বিশ্বাসের উপর খেলোয়াড়দের মনোযোগ রাখতে হবে।
পরিসংখ্যান বলছে, ওয়ানডেতে এখনও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ। ৪৮ ম্যাচে ২২টি জিতেছে, হেরেছে ২৪টিতে, বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। প্রথম ম্যাচের পর বাংলাদেশ দল বাড়িয়েছে স্পিন শক্তি। দলে যুক্ত হয়েছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ওয়ানডেতে তাসকিন আহমেদের জায়গায় খেলতে পারেন তিনি। অপরদিকে, স্পিন সহায়ক উইকেট বিবেচনায় আকিল হোসেনকে একাদশে সুযোগ দিতে পারে ওয়েস্ট ইন্ডিজও।






















