ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

আফ্রিকান বর্ষসেরার দৌড়ে এগিয়ে সালাহ ও হাকিমি

আফ্রিকান বর্ষসেরার দৌড়ে এগিয়ে সালাহ ও হাকিমি

২০২৫ সালের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। এ তালিকায় শীর্ষ দশে জায়গা পেয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ এবং পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি।

ব্যালন ডি’অর ২০২৫-এর তালিকায় সালাহ চতুর্থ ও হাকিমি ষষ্ঠ স্থানে ছিলেন, যা তাদের এবারের বর্ষসেরা নির্বাচনের দৌড়ে ফেবারিট করে তুলেছে। মিশরের অধিনায়ক সালাহ আগেও দুইবার আফ্রিকার সেরার স্বীকৃতি পেয়েছেন, তবে মরোক্কোর অধিনায়ক হাকিমির জন্য এটি হতে পারে প্রথম বড় ব্যক্তিগত অর্জন।

প্রিমিয়ার লিগ থেকেও আরো দুই খেলোয়াড় শীর্ষ দশে স্থান করে নিয়েছেন,টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার পেপে মাটার সার এবং এভারটনের স্ট্রাইকার ইলিমান এনডিয়ায়ে।

আফ্রিকা-ভিত্তিক ক্লাব থেকে মনোনীত হয়েছেন দুজন খেলোয়াড়,মিশরের পিরামিডস এফসির কঙ্গোলিজ স্ট্রাইকার ফিস্টন মায়েলে এবং মরোক্কোর রেনিসেন্স বারকেনের ফরোয়ার্ড ওসামা লামলিউয়ি।

গতবারের বিজয়ী নাইজেরিয়ার স্ট্রাইকার আদেমোয়া লুকমান এবার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি, তবে ২০২৩ সালের সেরা খেলোয়াড় ভিক্টর ওশিমেন এবারও তালিকায় রয়েছেন।

সিএএফ-এর টেকনিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, কোচ, সাবেক তারকা এবং নির্বাচিত গণমাধ্যম প্রতিনিধিদের ভোটের মাধ্যমেই এই তালিকার খেলোয়াড়দের বাছাই করা হয়েছে।

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা :

আন্দ্রে ফ্র্যাংক জাম্বো-আনগুসিয়া (নাপোলি), ফিস্টন মায়েলে (পিরামিডস), মোহাম্মদ সালাহ (লিভারপুল), ডেনিস বোয়ানগা (লস এ্যাঞ্জেলস), সেরহু গুইরাসি (বরুসিয়া ডর্টমুন্ড), আশরাফ হাকিমি(পিএসজি), ওসামা লামলিউয়ি (রেনিসেন্স বারকেন), ভিক্টর ওশিমেন (গ্যালাতাসারে), ইলিমান এনডিয়ায়ে (এভারটন), পেপে মাটার সার (টটেনহ্যাম)।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

আফ্রিকান বর্ষসেরার দৌড়ে এগিয়ে সালাহ ও হাকিমি

প্রকাশিত ১১:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

২০২৫ সালের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। এ তালিকায় শীর্ষ দশে জায়গা পেয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ এবং পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি।

ব্যালন ডি’অর ২০২৫-এর তালিকায় সালাহ চতুর্থ ও হাকিমি ষষ্ঠ স্থানে ছিলেন, যা তাদের এবারের বর্ষসেরা নির্বাচনের দৌড়ে ফেবারিট করে তুলেছে। মিশরের অধিনায়ক সালাহ আগেও দুইবার আফ্রিকার সেরার স্বীকৃতি পেয়েছেন, তবে মরোক্কোর অধিনায়ক হাকিমির জন্য এটি হতে পারে প্রথম বড় ব্যক্তিগত অর্জন।

প্রিমিয়ার লিগ থেকেও আরো দুই খেলোয়াড় শীর্ষ দশে স্থান করে নিয়েছেন,টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার পেপে মাটার সার এবং এভারটনের স্ট্রাইকার ইলিমান এনডিয়ায়ে।

আফ্রিকা-ভিত্তিক ক্লাব থেকে মনোনীত হয়েছেন দুজন খেলোয়াড়,মিশরের পিরামিডস এফসির কঙ্গোলিজ স্ট্রাইকার ফিস্টন মায়েলে এবং মরোক্কোর রেনিসেন্স বারকেনের ফরোয়ার্ড ওসামা লামলিউয়ি।

গতবারের বিজয়ী নাইজেরিয়ার স্ট্রাইকার আদেমোয়া লুকমান এবার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি, তবে ২০২৩ সালের সেরা খেলোয়াড় ভিক্টর ওশিমেন এবারও তালিকায় রয়েছেন।

সিএএফ-এর টেকনিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, কোচ, সাবেক তারকা এবং নির্বাচিত গণমাধ্যম প্রতিনিধিদের ভোটের মাধ্যমেই এই তালিকার খেলোয়াড়দের বাছাই করা হয়েছে।

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা :

আন্দ্রে ফ্র্যাংক জাম্বো-আনগুসিয়া (নাপোলি), ফিস্টন মায়েলে (পিরামিডস), মোহাম্মদ সালাহ (লিভারপুল), ডেনিস বোয়ানগা (লস এ্যাঞ্জেলস), সেরহু গুইরাসি (বরুসিয়া ডর্টমুন্ড), আশরাফ হাকিমি(পিএসজি), ওসামা লামলিউয়ি (রেনিসেন্স বারকেন), ভিক্টর ওশিমেন (গ্যালাতাসারে), ইলিমান এনডিয়ায়ে (এভারটন), পেপে মাটার সার (টটেনহ্যাম)।