২০২৫ সালের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। এ তালিকায় শীর্ষ দশে জায়গা পেয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ এবং পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি।
ব্যালন ডি’অর ২০২৫-এর তালিকায় সালাহ চতুর্থ ও হাকিমি ষষ্ঠ স্থানে ছিলেন, যা তাদের এবারের বর্ষসেরা নির্বাচনের দৌড়ে ফেবারিট করে তুলেছে। মিশরের অধিনায়ক সালাহ আগেও দুইবার আফ্রিকার সেরার স্বীকৃতি পেয়েছেন, তবে মরোক্কোর অধিনায়ক হাকিমির জন্য এটি হতে পারে প্রথম বড় ব্যক্তিগত অর্জন।
প্রিমিয়ার লিগ থেকেও আরো দুই খেলোয়াড় শীর্ষ দশে স্থান করে নিয়েছেন,টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার পেপে মাটার সার এবং এভারটনের স্ট্রাইকার ইলিমান এনডিয়ায়ে।
আফ্রিকা-ভিত্তিক ক্লাব থেকে মনোনীত হয়েছেন দুজন খেলোয়াড়,মিশরের পিরামিডস এফসির কঙ্গোলিজ স্ট্রাইকার ফিস্টন মায়েলে এবং মরোক্কোর রেনিসেন্স বারকেনের ফরোয়ার্ড ওসামা লামলিউয়ি।
গতবারের বিজয়ী নাইজেরিয়ার স্ট্রাইকার আদেমোয়া লুকমান এবার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি, তবে ২০২৩ সালের সেরা খেলোয়াড় ভিক্টর ওশিমেন এবারও তালিকায় রয়েছেন।
সিএএফ-এর টেকনিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, কোচ, সাবেক তারকা এবং নির্বাচিত গণমাধ্যম প্রতিনিধিদের ভোটের মাধ্যমেই এই তালিকার খেলোয়াড়দের বাছাই করা হয়েছে।
বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা :
আন্দ্রে ফ্র্যাংক জাম্বো-আনগুসিয়া (নাপোলি), ফিস্টন মায়েলে (পিরামিডস), মোহাম্মদ সালাহ (লিভারপুল), ডেনিস বোয়ানগা (লস এ্যাঞ্জেলস), সেরহু গুইরাসি (বরুসিয়া ডর্টমুন্ড), আশরাফ হাকিমি(পিএসজি), ওসামা লামলিউয়ি (রেনিসেন্স বারকেন), ভিক্টর ওশিমেন (গ্যালাতাসারে), ইলিমান এনডিয়ায়ে (এভারটন), পেপে মাটার সার (টটেনহ্যাম)।






















