শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের নবনির্মিত পাঁচ তলা ভবন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় অতিথি উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ধর্মতত্ত্ব অনুষদের অধ্যাপক ড.আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী।
আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এমতাজ হোসেন, প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট, ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক শাহেদ আহমেদ।
উদ্বোধন কালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমাদের এখানে বর্তমান প্রজেক্টের আন্ডারে নয়টি দশ তলা বিল্ডিং নির্মিত হচ্ছে এবং এর মধ্যে পাঁচটি ছাত্র হল। আমরা আশা করি যে এই জুলাইয়ের মধ্যেই আমরা ছাত্র হলগুলো সম্পন্ন করতে পারব। এটি সম্পন্ন হলে ইসলামী বিশ্ববিদ্যালয় নতুন রূপ লাভ করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরও দুটি দশ তলা ভবন আছে। একটি শিক্ষকদের, আরেকটি হলো কর্মচারীদের। আর সবচেয়ে বড় যে জিনিসটি সেটা হলো আমাদের একটি দশ তলা একাডেমিক ভবনও আছে। আমরা এই বছরের মধ্যেই এসব কাজ শেষ করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি আমরা সফল হতে পারি, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় পরিণত হবে এবং বিশ্ব উন্নয়নের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক ভাবে চলতে সক্ষম হবে।
