ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন Logo ‎কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীনবরণ ও প্রবীণ বিদায় Logo ‎কুবিতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

শামীম ওসমানসহ ৯৫ জনের নামে হত্যাচেষ্টা মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আল-আমিন (৩৬) নামে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। এতে ৯৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

এর আগে গত বুধবার মধ্যরাতে ভুক্তভোগী আল-আমিন মামলাটি দায়ের করেন।

এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), শাহ নিজাম (৫৬), সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি (৫৫), সাবেক কাউন্সিলর নুর উদ্দিন মিয়া (৫৫) ও শাহজালাল বাদলসহ (৪২) ৯৫ জনের নাম উল্লেখ করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় ভুক্তভোগীসহ আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, আজমেরি ওসমান, শাহ নিজাম, সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর নুর উদ্দিন মিয়া ও শাহজালাল বাদলসহ অন্যরা। ওইসময় জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলার এক পর্যায়ে আল-আমিনের ডান হাতে লোহার রডের আঘাত লেগে হাড় ভেঙে যায়। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা করে। এখনো আল আমিন চিকিৎসা নিচ্ছেন বলে এজাহারে উল্লেখ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় নারায়ণগঞ্জের ৭টি থানায় এখন পর্যন্ত ৮৭টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ মামলা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানায়, যার সংখ্যা ৩৭টি, দ্বিতীয় সর্বোচ্চ মামলা হয়েছে ফতুল্লা থানায় যার সংখ্যা ২১টা। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ মিলিয়ে মামলা হয়েছে ৫৭টি।

এ ছাড়াও সদর থানায় মামলা হয়েছে ৬টি, সোনারগাঁ থানায় মামলা হয়েছে ১১টি, বন্দর থানায় মামলা হয়েছে ৩টি, আড়াইহাজার থানায় মামলা হয়েছে ৪টি, রূপগঞ্জ থানায় মামলা হয়েছে ৫টি। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সংসদীয় আসন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে সবচেয়ে বেশি মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ 

শামীম ওসমানসহ ৯৫ জনের নামে হত্যাচেষ্টা মামলা

প্রকাশিত ০৮:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আল-আমিন (৩৬) নামে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। এতে ৯৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

এর আগে গত বুধবার মধ্যরাতে ভুক্তভোগী আল-আমিন মামলাটি দায়ের করেন।

এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), শাহ নিজাম (৫৬), সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি (৫৫), সাবেক কাউন্সিলর নুর উদ্দিন মিয়া (৫৫) ও শাহজালাল বাদলসহ (৪২) ৯৫ জনের নাম উল্লেখ করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় ভুক্তভোগীসহ আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, আজমেরি ওসমান, শাহ নিজাম, সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর নুর উদ্দিন মিয়া ও শাহজালাল বাদলসহ অন্যরা। ওইসময় জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলার এক পর্যায়ে আল-আমিনের ডান হাতে লোহার রডের আঘাত লেগে হাড় ভেঙে যায়। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা করে। এখনো আল আমিন চিকিৎসা নিচ্ছেন বলে এজাহারে উল্লেখ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় নারায়ণগঞ্জের ৭টি থানায় এখন পর্যন্ত ৮৭টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ মামলা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানায়, যার সংখ্যা ৩৭টি, দ্বিতীয় সর্বোচ্চ মামলা হয়েছে ফতুল্লা থানায় যার সংখ্যা ২১টা। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ মিলিয়ে মামলা হয়েছে ৫৭টি।

এ ছাড়াও সদর থানায় মামলা হয়েছে ৬টি, সোনারগাঁ থানায় মামলা হয়েছে ১১টি, বন্দর থানায় মামলা হয়েছে ৩টি, আড়াইহাজার থানায় মামলা হয়েছে ৪টি, রূপগঞ্জ থানায় মামলা হয়েছে ৫টি। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সংসদীয় আসন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে সবচেয়ে বেশি মামলা দায়ের করা হয়েছে।