Ovijatra
ঢাকাWednesday , 13 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
orion
আজকের সর্বশেষ সবখবর

বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ পাচ্ছে না বাংলা একাডেমি

Link Copied!

অমর একুশে বইমেলা ২০২৫-এর জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়া হচ্ছে না বাংলা একাডেমিকে। এ জন্য শুধু বাংলা একাডেমি চত্বরেই করতে হবে বইমেলা। গত ৬ নভেম্বর এ সংক্রান্ত ব্যাপারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেয়া হয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের ২১ নভেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই আয়োজন করতে হবে অমর একুশে বইমেলা ২০২৫।

বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ চিঠি প্রদানের পর আগামী বইমেলার স্থান ঠিক কোথায় হবে, এ নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়লেন পাঠক-প্রকাশকরা।

এদিকে শুরু থেকেই বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে হয়ে আসলেও পরবর্তীতে ধীরে ধীরে এর পরিসর বেড়ে যাওয়ার জন্য ২০১৪ সাল থেকে বিপরীত পাশের সোহরাওয়ার্দী উদ্যানেও স্টল বরাদ্দ দেয়া হয়। তারপর থেকে গত এক দশক ধরে বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে বইমেলা।

এদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে দেয়া চিঠির বিষয়টি নিশ্চিত করে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেছেন, অমর একুশে বইমেলা ২০২৫-এর জন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ পাইনি। তবে আমরা চেষ্টা করব সেখানেই যেন বইমেলার আয়োজন করা যায়। কেননা, গত এক দশক ধরে সেখানে বইমেলা করায় এখন সবার মনে একটি জনআকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ে এ সংক্রান্ত ব্যাপারে একটি আবেদন জানাব, যাতে সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলার আয়োজন করা যায়। আমাদের অবশ্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে বাংলা একাডেমির চত্বরের মধ্যেই মেলার আয়োজন করার জন্য। কিন্তু আমরা সোহরাওয়ার্দী উদ্যানে মেলা করতে চাই।

Advertisement

প্রসঙ্গত, ১৯৭২ সালের ভাষা দিবসের অনুষ্ঠানে দেশের প্রকাশনাজগতের অন্যতম পথিকৃৎ মুক্তধারার প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির ফটকে চাটাই বিছিয়ে বই বিক্রি শুরু করেন। পরবর্তীতে ১৯৭৮ সালে তৎকালীন মহাপরিচালক ড. আশরাফ সিদ্দিকী বইমেলার সঙ্গে বাংলা একাডেমিকে সম্পৃক্ত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।