জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘাস কাটার মেশিন ভেঙ্গে ব্লেড ছুঁড়ে এসে মাথায় ঢুকে আহত হয়েছেন সুমন মিয়া (২৬) নামের এক যুবক। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা। জাবি স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে দেওয়া স্টলে কাঁকড়া ফ্রাই বিক্রি করতেন তিনি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে চার টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরেই তাকে প্রথমে এনাম মেডিকের কলেজে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন সেখানকার চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট একাধিক পক্ষের সাথে কথা বলে জানা যায়, গত ২৩ অক্টোবর থেকে জাবি স্পোর্টস ক্লাবের ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। শনিবার ছিল খেলার শেষ দিন। টুর্নামেন্টে ক্লাবের সভাপতি আরশাদ হাবিব বিশালের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক বন্ধু একটি স্টল বরাদ্দ নেন যেখানে সুমন মিয়া ও জাবির এক হোটেল কর্মচারী কাজ করতেন। এদিকে বিশাল অনুরোধে অনানুষ্ঠানিকভাবে মাঠ প্রস্ততুতের কাজ করতেন শারীরকি শিক্ষা অফিসের কর্মচারী আবুল হোসেন। আজকে শেষ দিন উপলক্ষে ক্যাম্পাসে এসে মাঠ প্রসত্মুতের কাজ শেষে হাতে সময় থাকায় মেশিন দিয়ে ঘাস কাটা শুরু করেন তিনি। এসময় মাটিতে থাকা একটি ইটে লেগে মেশিনের ব্লেড ভেঙ্গে যায়। সেটি দ্রুত ছিটকে গিয়ে পাশে থাকা স্টলে থাকা সুমন মিয়ার মাথায় ঢুকে যায়।
সুমন মিয়ার পাশের স্টলে পিঠার দোকান ছিল নাদিয়া মীম নামে সিটি ইউনিভার্সিটির সাবেক এক শিক্ষার্থী। নাদিয়া বলেন, সুমন স্টলে দাড়ানো অবস্থায় ব্লেড ছিটকে এসে লাগার সাথেই স্টলে পড়ে যান। প্রথমে ভয়ে কেউ তাকে উঠায় নি। পরবর্তীতে বিশাল এসে হাসপাতালে নেওয়ার জন্য মটরসাইকেলে উঠিয়ে দেন।
কর্মচারী আবুল হোসেন বলেন, হাতে একটু সময় থাকায় ঘাস কাটতেছিলাম। মেশিনে ইট লেগে এতবড় দূর্ঘটনা হবে এটা ভাবতে পারছি না।
স্পোর্টস ক্লাবের সভাপতি আরশাদ হাবিব বিশাল বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ মটরযোগে চিকিৎসার জন্য পাঠাই।
খেলা ও স্টরের অনুমতি প্রসঙ্গে বলেন, আমরা অনুমতি নিয়েই খেলা চালিয়েছি। খেলা ও স্টল দুটির ব্যাপারে অনুমতি আছে। সারারাত খেলা চালানোর অনুমতি রয়েছে।
শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নাসরিন বেগম বলেন, আজ ছুটির দিন থাকায় আমি অফিসে উপস্থিত ছিলাম না। আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরও ছুটির দিন ছিল। তবে জাবি স্পোর্টস ক্লাবের নাইট ফুটবল টুর্নামেন্ট চলমান থাকায় তিনি সেখানে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত আহত ব্যক্তিকে এনাম মেডিকেল কলেজে নিয়ে যাই, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। রাত ১ টার দিকে তার অপারেশন শুরু হয়।
মাঠে স্টল দেওয়ার অনুমতি ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠে খেলা বা স্টল দেওয়া কোনোটির ব্যাপারে আমাদের মতামত নেওয়া হয় নি। এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।
অনুমতির কোনো আবেদন পান নাই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজিজুর রহমান। তিনি বলেন, ‘২৩ তারিখ পর্যন্ত কোনো আবেদন পাই নি। ’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, খেলার ব্যাপারে উপাচার্য মহোদয়ের অনুমতি রয়েছে বলে আয়োজকরা জানিয়েছে।
নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনমতি রেজিস্ট্রারের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এছাড়া নিরাপত্তা ও শৃঙ্খলা সংক্রান্ত ব্যাপারে প্রক্টর ও খেলাধুলার ব্যাপারে শারীরকি শিক্ষা অফিসের মতামত নেওয়া হয়ে থাকে। তবে শেষ দুটি করা হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সুমনের মাথায় অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। আশঙ্কামুক্ত নন । ৭২ ঘন্টা অবজার্ভেশনে থাকবেন তিনি। নিবিড় পরিচর্যার পরামর্শ থাকলেও এখন পর্যন্ত তার ব্যবস্থা হয় নি।
















