ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

যবিপ্রবিতে ‘প্রয়োগভিত্তিক শিল্প প্রকৌশল ২০২৫’ শীর্ষক সিম্পোজিয়াম

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৬:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৮ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত “প্রয়োগভিত্তিক শিল্প প্রকৌশল ২০২৫” শীর্ষক দ্বিতীয় সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে দিনব্যাপী এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

বিভাগের চেয়ারম্যান ড. এ. এস. এম. মুজাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. হোসেন আল মামুন।

সিম্পোজিয়ামের মূল বক্তা ( কী-নোট স্পিকার) হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ও কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরকার।

অন্য কী-নোট স্পিকারদের মধ্যে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) সহকারী অধ্যাপক ড. মাদিহাহ বিনতি হাজি মাহারোফ এবং বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী মাসি উদ দুজা।

সিম্পোজিয়ামের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সোসাইটি অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড ম্যানুফেকচার ইঞ্জিনিয়ার্স (বিএসআইএমই)-এর সদস্য ও এ.ইউ.এস.টি-এর অধ্যাপক ড. নুরুল আবসার চৌধুরী, সেনা কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী মাসি উদ দুজা, বিএসআইএমই-এর আহ্বায়ক এবং আইইউটি-এর অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ, বিএসআইএমই-এর বিভাগীয় প্রধান ও আইইউটি-এর অধ্যাপক ড. এ.আর.এম. হারুনুর রশিদ, যমুনা ফ্যান অ্যান্ড ক্যাবলস লিমিটেডের হেড অফ ফ্যাক্টরি ও যবিপ্রবি আইপিই বিভাগের সাবেক শিক্ষার্থী মো. তাঞ্জুর রহমান, আকিজ প্লাস্টিকস লিমিটেডের প্লান্ট ম্যানেজার ও যবিপ্রবি আইপিই বিভাগের বিভাগের সাবেক শিক্ষার্থী সঞ্জয় কুমার পল।

সিম্পোজিয়ামের প্রথমার্ধে কী-নোট বক্তারা বাস্তবভিত্তিক শিল্প প্রকৌশল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দ্বিতীয়ার্ধে প্যানেল আলোচনা, পোস্টার উপস্থাপন, প্রজেক্ট প্রদর্শনী, সিএনসি (CNC) প্রশিক্ষণ ও ক্যাড (CAD) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

যবিপ্রবিতে ‘প্রয়োগভিত্তিক শিল্প প্রকৌশল ২০২৫’ শীর্ষক সিম্পোজিয়াম

প্রকাশিত ০৬:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত “প্রয়োগভিত্তিক শিল্প প্রকৌশল ২০২৫” শীর্ষক দ্বিতীয় সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে দিনব্যাপী এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

বিভাগের চেয়ারম্যান ড. এ. এস. এম. মুজাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. হোসেন আল মামুন।

সিম্পোজিয়ামের মূল বক্তা ( কী-নোট স্পিকার) হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ও কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরকার।

অন্য কী-নোট স্পিকারদের মধ্যে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) সহকারী অধ্যাপক ড. মাদিহাহ বিনতি হাজি মাহারোফ এবং বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী মাসি উদ দুজা।

সিম্পোজিয়ামের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সোসাইটি অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড ম্যানুফেকচার ইঞ্জিনিয়ার্স (বিএসআইএমই)-এর সদস্য ও এ.ইউ.এস.টি-এর অধ্যাপক ড. নুরুল আবসার চৌধুরী, সেনা কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী মাসি উদ দুজা, বিএসআইএমই-এর আহ্বায়ক এবং আইইউটি-এর অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ, বিএসআইএমই-এর বিভাগীয় প্রধান ও আইইউটি-এর অধ্যাপক ড. এ.আর.এম. হারুনুর রশিদ, যমুনা ফ্যান অ্যান্ড ক্যাবলস লিমিটেডের হেড অফ ফ্যাক্টরি ও যবিপ্রবি আইপিই বিভাগের সাবেক শিক্ষার্থী মো. তাঞ্জুর রহমান, আকিজ প্লাস্টিকস লিমিটেডের প্লান্ট ম্যানেজার ও যবিপ্রবি আইপিই বিভাগের বিভাগের সাবেক শিক্ষার্থী সঞ্জয় কুমার পল।

সিম্পোজিয়ামের প্রথমার্ধে কী-নোট বক্তারা বাস্তবভিত্তিক শিল্প প্রকৌশল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দ্বিতীয়ার্ধে প্যানেল আলোচনা, পোস্টার উপস্থাপন, প্রজেক্ট প্রদর্শনী, সিএনসি (CNC) প্রশিক্ষণ ও ক্যাড (CAD) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।