ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

২৪ ঘন্টা সেবা দিতে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে ফাস্ট এইড কর্নার চালু

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৮:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৫৫ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলের (শ. ম. র.) আবাসিক শিক্ষার্থীদেরকে ২৪ ঘন্টা প্রাথমিক চিকিৎসা সেবা দিতে  ‘ফাস্ট এইড কর্নার’ গঠন করেছে হল প্রশাসন। প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য শ. ম. র. হলের ৩য় তলার অফিস-০৫ নং কক্ষকে ফাস্ট এইড কর্নার হিসাবে ঘোষণা করা হয়েছে।

রবিবার  (১২ অক্টোবর) শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবি শহীদ মসিয়ূর রহমান হলে ছাত্রদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন আইভি স্যালাইন দেওয়া, আই এম ইনজেকশন প্রয়োগ, জ্বর মাপা, ব্লাড প্রেসার মাপা, ক্ষত ড্রেসিং ইত্যাদি স্বাস্থ্য সমস্যার প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নার্সিং এন্ড হেলথ সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ফাস্ট এইড টিম গঠন করা হয়েছে। এ টিম ফার্স্ট এইড কর্নারে হলের অফিস-০৫ নং কক্ষে আবাসিক ছাত্রদেরকে প্রাথমিক সেবা প্রদান করবে।  এছাড়া যেকোনো স্বাস্থ্য সমস্যার প্রয়োজনে ফার্স্ট এইড টিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।

এ বিষয়ে শ. ম. র. হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান বলেন, হল প্রশাসনের উদ্যোগে গঠিত এই টিমের লক্ষ্য হলো দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সঙ্গে সমন্বয় করা।
অফিস–০৫ নম্বর কক্ষে স্থাপিত ফাস্ট এইড কর্ণারে ইতোমধ্যে ব্যান্ডেজ, অ্যান্টিসেপ্টিক, গজ, স্যালাইন, পেইন রিলিভারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এসব সামগ্রীর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও হালনাগাদের জন্য টিমের সদস্যরা নিয়মিত তদারকি করবেন, সহকারী প্রভোস্টদের একটি টিম এর তত্ত্বাবধানে থাকবেন।
জরুরি অবস্থায় শিক্ষার্থীরা দ্রুত সহায়তা পেতে পারেন এজন্য ২৪ ঘণ্টার যোগাযোগ নম্বরও নির্ধারণ করা হয়েছে। টিমের সদস্যরা শিক্ষার্থী হলেও দায়িত্ব ভাগ করে নেওয়ার ফলে তাদের একাডেমিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে শিক্ষার্থীরা মনে করেন।
হল প্রশাসনের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের নিরাপত্তা ও সেবার মান উন্নত করবে।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

২৪ ঘন্টা সেবা দিতে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে ফাস্ট এইড কর্নার চালু

প্রকাশিত ০৮:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলের (শ. ম. র.) আবাসিক শিক্ষার্থীদেরকে ২৪ ঘন্টা প্রাথমিক চিকিৎসা সেবা দিতে  ‘ফাস্ট এইড কর্নার’ গঠন করেছে হল প্রশাসন। প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য শ. ম. র. হলের ৩য় তলার অফিস-০৫ নং কক্ষকে ফাস্ট এইড কর্নার হিসাবে ঘোষণা করা হয়েছে।

রবিবার  (১২ অক্টোবর) শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবি শহীদ মসিয়ূর রহমান হলে ছাত্রদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন আইভি স্যালাইন দেওয়া, আই এম ইনজেকশন প্রয়োগ, জ্বর মাপা, ব্লাড প্রেসার মাপা, ক্ষত ড্রেসিং ইত্যাদি স্বাস্থ্য সমস্যার প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নার্সিং এন্ড হেলথ সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ফাস্ট এইড টিম গঠন করা হয়েছে। এ টিম ফার্স্ট এইড কর্নারে হলের অফিস-০৫ নং কক্ষে আবাসিক ছাত্রদেরকে প্রাথমিক সেবা প্রদান করবে।  এছাড়া যেকোনো স্বাস্থ্য সমস্যার প্রয়োজনে ফার্স্ট এইড টিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।

এ বিষয়ে শ. ম. র. হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান বলেন, হল প্রশাসনের উদ্যোগে গঠিত এই টিমের লক্ষ্য হলো দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সঙ্গে সমন্বয় করা।
অফিস–০৫ নম্বর কক্ষে স্থাপিত ফাস্ট এইড কর্ণারে ইতোমধ্যে ব্যান্ডেজ, অ্যান্টিসেপ্টিক, গজ, স্যালাইন, পেইন রিলিভারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এসব সামগ্রীর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও হালনাগাদের জন্য টিমের সদস্যরা নিয়মিত তদারকি করবেন, সহকারী প্রভোস্টদের একটি টিম এর তত্ত্বাবধানে থাকবেন।
জরুরি অবস্থায় শিক্ষার্থীরা দ্রুত সহায়তা পেতে পারেন এজন্য ২৪ ঘণ্টার যোগাযোগ নম্বরও নির্ধারণ করা হয়েছে। টিমের সদস্যরা শিক্ষার্থী হলেও দায়িত্ব ভাগ করে নেওয়ার ফলে তাদের একাডেমিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে শিক্ষার্থীরা মনে করেন।
হল প্রশাসনের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের নিরাপত্তা ও সেবার মান উন্নত করবে।