ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যবিপ্রবি Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ওসমান হাদী Logo বউ রেখে লুচ্চামি করতে সুবিধা হয়, ইবি প্রক্টরকে ছাত্রদলের আহবায়ক Logo ২০২৫ সালে তরুণদের পছন্দের তালিকায় ইনফিনিক্সের যেসব স্মার্টফোন Logo কোকা-কোলা বাংলাদেশে ফিফা বিশ্বকাপ মূল ট্রফি আনছে ১৪ জানুয়ারি Logo রিয়েলমি সি৮৫-এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইনে দেখানো হলো নেক্সট-লেভেল ডিউরেবিলিটি ও পাওয়ার Logo বাঁধন জবি ইউনিটের সভাপতি ওজিল, সম্পাদক লিশা Logo জুব্বা-টুপিতে মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করায় ইবি শিক্ষার্থীকে হেনস্থা আ.লীগ কর্মীর Logo হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজ্ঞান অনুষদ Logo বিজয় দিবসে জাবি ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নতুন অরিজিন ওএস৬ আগের চেয়ে বহু গুণ স্মার্ট

ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন মানেই শুধু প্রিমিয়াম ডিজাইন আর উন্নত ক্যামেরা—এই প্রচলিত ধারণা বদলে দিতে এসেছে নতুন এক্স৩০০ প্রো। প্রতিদিনের ব্যবহারে আরও শক্তিশালী পারফরম্যান্স ও অতুলনীয় স্মুথনেসের অভিজ্ঞতা দিতে এতে যুক্ত হয়েছে আপগ্রেডেড অরিজিন ওএস ৬। নতুন এই অপারেটিং সিস্টেম স্মার্টফোনে নিত্যদিনের কাজকে করে তুলছে আরও দ্রুত, সহজ ও স্মার্ট।

অরিজিন ওএস ৬ এর মূল শক্তি অরিজিন স্মুথ ইঞ্জিন প্রযুক্তি। এর ফলে অ্যাপ খোলা, স্ক্রলিং বা মাল্টিটাস্কিং, সবকিছুই হয় আরও মসৃণ। স্প্রিং অ্যানিমেশন ও ওয়ান-শট প্রযুক্তির কারণে টাচ রেসপন্স বেড়েছে ৪১%, যা সাধারণ স্মার্টফোনের তুলনায় প্রায় ২৬% দ্রুত। এতে ব্যস্ত সময়েও ফোন ব্যবহারে পাওয়া যায় নির্ভরযোগ্য পারফরম্যান্স।

ভিজ্যুয়াল অভিজ্ঞতায়ও এক্স৩০০ প্রো এনেছে বড় পরিবর্তন। নতুন অরিজিন ডিজাইন সিস্টেম ফোনের ইউআই-কে করেছে আধুনিক ও চোখের জন্য আরামদায়ক। ডাটা চার্ট, আইকন ও ডিসপ্লে লেআউট বহারকারীর চোখে তথ্য পৌঁছে দেয় একদম সহজ ও স্বাভাবিকভাবে। উন্নত ম্যাটেরিয়াল ও লাইটিং ইফেক্ট স্ক্রিনকে করে তোলে আরও প্রিমিয়াম।

ব্যবহারকারীর প্রয়োজন বুঝে কাজ করে অরিজিন আইল্যান্ড। পরিস্থিতি অনুযায়ী এটি দ্রুত শর্টকাট সাজিয়ে দেয়। যেমন মিটিংয়ের সময় এআই ক্যাপশনস, টেক্সট, ছবি বা ভিডিও খুব সহজে কপি, ড্র্যাগ ও এক ক্লিকে অন্য অ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়। ফলে কাজের গতি বেড়ে যায় কয়েকগুণ।

ফ্লিপ কার্ড প্রযুক্তি ফোন ব্যবহারে এনেছে প্রাণবন্ত অভিজ্ঞতা। ফোন সামান্য ঘোরালেই জাইরোস্কোপ স্ক্রিনের ভিজ্যুয়াল বদলে দেয়। লকস্ক্রিনে ছবি, লাইভ ফটো বা ভিডিও ফোনের নড়াচড়ার সাথে পরিবর্তিত হয়ে অভিজ্ঞতাকে করে তোলে আরও জীবন্ত।

কাজের জন্য এক্স৩০০ প্রো একটি শক্তিশালী সঙ্গী। ভিভো অফিস কিট এবং ওয়ার্কস্পেস অ্যান্ড নোটস ফোনকে বানায় মিনি-অফিস। স্ক্রিন শেয়ার, ফাইল ড্র্যাগ, ফ্রি ট্রান্সফার ও রিয়েল-টাইম নোট সিঙ্কিং কাজকে করে আরও সহজ ও কার্যকর।

প্রাইভেসির জন্য রয়েছে আলাদা এনক্রিপ্টেড প্রাইভেট স্পেস। যেখানে মূল ফোন স্পেস থেকে সম্পূর্ণ আলাদা এবং পাসওয়ার্ড ও ফিঙ্গারপ্রিন্টের সিকিউরিটিতে থাকে দ্বিগুণ সুরক্ষিত। ফলে ফোন শেয়ার করার প্রয়োজন হলেও ব্যক্তিগত তথ্য থাকে সম্পূর্ণ নিরাপদ।

সবশেষে আছে দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট ৫ বছরের ওএস আপগ্রেড এবং ৭ বছরের সিকিউরিটি মেইনটেনেন্স। ফলে এই ফোনটি শুধু এখনই নয়, আগামী অনেক বছর ধরেই থাকবে আপডেটেড, নিরাপদ এবং আধুনিক।

ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

জনপ্রিয়

ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যবিপ্রবি

নতুন অরিজিন ওএস৬ আগের চেয়ে বহু গুণ স্মার্ট

প্রকাশিত ০৫:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন মানেই শুধু প্রিমিয়াম ডিজাইন আর উন্নত ক্যামেরা—এই প্রচলিত ধারণা বদলে দিতে এসেছে নতুন এক্স৩০০ প্রো। প্রতিদিনের ব্যবহারে আরও শক্তিশালী পারফরম্যান্স ও অতুলনীয় স্মুথনেসের অভিজ্ঞতা দিতে এতে যুক্ত হয়েছে আপগ্রেডেড অরিজিন ওএস ৬। নতুন এই অপারেটিং সিস্টেম স্মার্টফোনে নিত্যদিনের কাজকে করে তুলছে আরও দ্রুত, সহজ ও স্মার্ট।

অরিজিন ওএস ৬ এর মূল শক্তি অরিজিন স্মুথ ইঞ্জিন প্রযুক্তি। এর ফলে অ্যাপ খোলা, স্ক্রলিং বা মাল্টিটাস্কিং, সবকিছুই হয় আরও মসৃণ। স্প্রিং অ্যানিমেশন ও ওয়ান-শট প্রযুক্তির কারণে টাচ রেসপন্স বেড়েছে ৪১%, যা সাধারণ স্মার্টফোনের তুলনায় প্রায় ২৬% দ্রুত। এতে ব্যস্ত সময়েও ফোন ব্যবহারে পাওয়া যায় নির্ভরযোগ্য পারফরম্যান্স।

ভিজ্যুয়াল অভিজ্ঞতায়ও এক্স৩০০ প্রো এনেছে বড় পরিবর্তন। নতুন অরিজিন ডিজাইন সিস্টেম ফোনের ইউআই-কে করেছে আধুনিক ও চোখের জন্য আরামদায়ক। ডাটা চার্ট, আইকন ও ডিসপ্লে লেআউট বহারকারীর চোখে তথ্য পৌঁছে দেয় একদম সহজ ও স্বাভাবিকভাবে। উন্নত ম্যাটেরিয়াল ও লাইটিং ইফেক্ট স্ক্রিনকে করে তোলে আরও প্রিমিয়াম।

ব্যবহারকারীর প্রয়োজন বুঝে কাজ করে অরিজিন আইল্যান্ড। পরিস্থিতি অনুযায়ী এটি দ্রুত শর্টকাট সাজিয়ে দেয়। যেমন মিটিংয়ের সময় এআই ক্যাপশনস, টেক্সট, ছবি বা ভিডিও খুব সহজে কপি, ড্র্যাগ ও এক ক্লিকে অন্য অ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়। ফলে কাজের গতি বেড়ে যায় কয়েকগুণ।

ফ্লিপ কার্ড প্রযুক্তি ফোন ব্যবহারে এনেছে প্রাণবন্ত অভিজ্ঞতা। ফোন সামান্য ঘোরালেই জাইরোস্কোপ স্ক্রিনের ভিজ্যুয়াল বদলে দেয়। লকস্ক্রিনে ছবি, লাইভ ফটো বা ভিডিও ফোনের নড়াচড়ার সাথে পরিবর্তিত হয়ে অভিজ্ঞতাকে করে তোলে আরও জীবন্ত।

কাজের জন্য এক্স৩০০ প্রো একটি শক্তিশালী সঙ্গী। ভিভো অফিস কিট এবং ওয়ার্কস্পেস অ্যান্ড নোটস ফোনকে বানায় মিনি-অফিস। স্ক্রিন শেয়ার, ফাইল ড্র্যাগ, ফ্রি ট্রান্সফার ও রিয়েল-টাইম নোট সিঙ্কিং কাজকে করে আরও সহজ ও কার্যকর।

প্রাইভেসির জন্য রয়েছে আলাদা এনক্রিপ্টেড প্রাইভেট স্পেস। যেখানে মূল ফোন স্পেস থেকে সম্পূর্ণ আলাদা এবং পাসওয়ার্ড ও ফিঙ্গারপ্রিন্টের সিকিউরিটিতে থাকে দ্বিগুণ সুরক্ষিত। ফলে ফোন শেয়ার করার প্রয়োজন হলেও ব্যক্তিগত তথ্য থাকে সম্পূর্ণ নিরাপদ।

সবশেষে আছে দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট ৫ বছরের ওএস আপগ্রেড এবং ৭ বছরের সিকিউরিটি মেইনটেনেন্স। ফলে এই ফোনটি শুধু এখনই নয়, আগামী অনেক বছর ধরেই থাকবে আপডেটেড, নিরাপদ এবং আধুনিক।

ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।