ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

ভুয়া ইমেইল এবং ভয়েস মেসেজ দিয়ে হামলা করছে র‍্যানসমওয়্যার গ্রুপ

ভুয়া ইমেইল এবং ভয়েস মেসেজ দিয়ে হামলা করছে র‍্যানসমওয়্যার গ্রুপ

সফোস সম্প্রতি একাধিক র‍্যানসমওয়্যার গ্রুপের হামলা সম্পর্কে একটি গবেষণা প্রকাশ করেছে। এতে উঠে আসে যে, হামলাকারীরা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক এবং তাদের ডেটা চুরির জন্য “ইমেইল বোম্বিং” (এক ঘন্টার মধ্যে কয়েক হাজার ইমেইল পাঠানো) এবং “ভিশিং” (প্রতারনামূলক ভয়েস মেসেজ) এর ব্যবহার করছে। আরও দেখা যায়, মাইক্রোসফট টিমসের টেক সাপোর্ট হিসেবে ভুয়া পরিচয় দিয়ে কর্মচারীদের কম্পিউটারে রিমোট অ্যাক্সেস নেয় এবং সেখান থেকেই তারা র‍্যানসমওয়্যার ডাউনলোড করতে সক্ষম হয়।

জানুয়ারি মাসে সফোস এক্স-অপস এই সাইবার হামলা নিয়ে প্রতিবেদন করে। মোট ১৫টি কোম্পানি এই হামলার স্বীকার হয়। পরবর্তীতে ৫৫টিরও বেশি আরও হামলার চেষ্টা শনাক্ত হয়। এছাড়া, থ্রি এএম র‍্যানসমওয়্যার নামক একটি ভিন্ন র‍্যানসমওয়্যার গ্রুপ একই ধরনের আক্রমণ চেইন প্রয়োগ করে।

থ্রি এএম র‍্যানসমওয়্যারের কয়েকটি উল্লেখযোগ্য কৌশল হলো:
ঝুঁকিপূর্ণ কম্পিউটারে ভার্চুয়াল মেশিন স্থাপন করা এবং এন্ডপয়েন্ট সফটওয়্যার থেকে হিডেন বা গোপন অবস্থায় থাকা।নির্দিষ্ট কর্মচারীদের ইমেইল এড্রেস, ফোন নম্বর শনাক্ত করা এবং ভয়েস-ওভার-আইপি ফোন কলের মাধ্যমে প্রতিষ্ঠানের হেল্প ডেস্কের নম্বর জালিয়াতি করা। ৯ দিন ধরে লক্ষ্য রাখা এবং অতঃপর র‍্যানসমওয়্যার হামলা করা।

সফোসের প্রিন্সিপাল থ্রেট রিসার্চার, শন গ্যালাগহার বলেন, “ভিশিং এবং ইমেইল বোম্বিং- এই দুটি হামলা সমন্বয় করার মাধ্যমে র‍্যানসমওয়্যার আক্রমণকারীরা আরও শক্তিশালী হয়ে উঠছে। থ্রি এএম র‍্যানসমওয়্যার গ্রুপ এখন রিমোট এনক্রিপশনেরও সুযোগ নিচ্ছে। তাই গতানুগতিক সিকিউরিটি সফটওয়্যার দিয়ে এদের শনাক্ত করা কঠিন হয়ে হচ্ছে। খুব ভালো কৌশল অনুসরণ করার কারণে ধারণা করা যায় যে এই ভিশিং/ইমেইল বোম্বিং সক্রিয় থাকবে।

অন্যদিকে, নিরাপদ থাকার জন্য কোম্পানিগুলোকে তাদের কর্মচারীদেরকে সচেতন করতে হবে এবং রিমোট অ্যাক্সেস সীমিত করতে হবে। যেমন, পলিসি অনুযায়ী ভার্চুয়াল মেশিন এবং নিয়ম বহির্ভূত রিমোট অ্যাক্সেস সফটওয়্যার চালানো বন্ধ করতে হবে। এছাড়া, রিমোট অ্যাক্সেসের সাথে যুক্ত আছে এমন অপ্রয়োজনীয় ইনবাউন্ড এবং আউটবাউন্ড নেটওয়ার্ক ট্র্যাফিক ব্লক করতে হবে”।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

ভুয়া ইমেইল এবং ভয়েস মেসেজ দিয়ে হামলা করছে র‍্যানসমওয়্যার গ্রুপ

প্রকাশিত ০২:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

সফোস সম্প্রতি একাধিক র‍্যানসমওয়্যার গ্রুপের হামলা সম্পর্কে একটি গবেষণা প্রকাশ করেছে। এতে উঠে আসে যে, হামলাকারীরা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক এবং তাদের ডেটা চুরির জন্য “ইমেইল বোম্বিং” (এক ঘন্টার মধ্যে কয়েক হাজার ইমেইল পাঠানো) এবং “ভিশিং” (প্রতারনামূলক ভয়েস মেসেজ) এর ব্যবহার করছে। আরও দেখা যায়, মাইক্রোসফট টিমসের টেক সাপোর্ট হিসেবে ভুয়া পরিচয় দিয়ে কর্মচারীদের কম্পিউটারে রিমোট অ্যাক্সেস নেয় এবং সেখান থেকেই তারা র‍্যানসমওয়্যার ডাউনলোড করতে সক্ষম হয়।

জানুয়ারি মাসে সফোস এক্স-অপস এই সাইবার হামলা নিয়ে প্রতিবেদন করে। মোট ১৫টি কোম্পানি এই হামলার স্বীকার হয়। পরবর্তীতে ৫৫টিরও বেশি আরও হামলার চেষ্টা শনাক্ত হয়। এছাড়া, থ্রি এএম র‍্যানসমওয়্যার নামক একটি ভিন্ন র‍্যানসমওয়্যার গ্রুপ একই ধরনের আক্রমণ চেইন প্রয়োগ করে।

থ্রি এএম র‍্যানসমওয়্যারের কয়েকটি উল্লেখযোগ্য কৌশল হলো:
ঝুঁকিপূর্ণ কম্পিউটারে ভার্চুয়াল মেশিন স্থাপন করা এবং এন্ডপয়েন্ট সফটওয়্যার থেকে হিডেন বা গোপন অবস্থায় থাকা।নির্দিষ্ট কর্মচারীদের ইমেইল এড্রেস, ফোন নম্বর শনাক্ত করা এবং ভয়েস-ওভার-আইপি ফোন কলের মাধ্যমে প্রতিষ্ঠানের হেল্প ডেস্কের নম্বর জালিয়াতি করা। ৯ দিন ধরে লক্ষ্য রাখা এবং অতঃপর র‍্যানসমওয়্যার হামলা করা।

সফোসের প্রিন্সিপাল থ্রেট রিসার্চার, শন গ্যালাগহার বলেন, “ভিশিং এবং ইমেইল বোম্বিং- এই দুটি হামলা সমন্বয় করার মাধ্যমে র‍্যানসমওয়্যার আক্রমণকারীরা আরও শক্তিশালী হয়ে উঠছে। থ্রি এএম র‍্যানসমওয়্যার গ্রুপ এখন রিমোট এনক্রিপশনেরও সুযোগ নিচ্ছে। তাই গতানুগতিক সিকিউরিটি সফটওয়্যার দিয়ে এদের শনাক্ত করা কঠিন হয়ে হচ্ছে। খুব ভালো কৌশল অনুসরণ করার কারণে ধারণা করা যায় যে এই ভিশিং/ইমেইল বোম্বিং সক্রিয় থাকবে।

অন্যদিকে, নিরাপদ থাকার জন্য কোম্পানিগুলোকে তাদের কর্মচারীদেরকে সচেতন করতে হবে এবং রিমোট অ্যাক্সেস সীমিত করতে হবে। যেমন, পলিসি অনুযায়ী ভার্চুয়াল মেশিন এবং নিয়ম বহির্ভূত রিমোট অ্যাক্সেস সফটওয়্যার চালানো বন্ধ করতে হবে। এছাড়া, রিমোট অ্যাক্সেসের সাথে যুক্ত আছে এমন অপ্রয়োজনীয় ইনবাউন্ড এবং আউটবাউন্ড নেটওয়ার্ক ট্র্যাফিক ব্লক করতে হবে”।